বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাশ্মীর ফাইলস সিনেমা আসার পর থেকেই কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের ইস্যু শিরোনামে। সম্প্রতি সন্ত্রাসীরা ভূস্বর্গে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে। কাশ্মীরের শোপিয়ান জেলায় একজন কাশ্মীরি পণ্ডিতের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। এই হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের নাম সোনু কুমার বালাজি। জানা গিয়েছে যে, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চিত্রগামের বাসিন্দা সোনু কুমার দেশত্যাগের সময় কাশ্মীর ছেড়ে যাননি।
সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। হামলায় বালাজির শরীরে তিনটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাশ্মীরি পন্ডিতের শোপিয়ায় একটি মেডিক্যাল স্টোর রয়েছে। তাদের পরিবার বিগত ৩০ বছর ধরে কাশ্মীরে বসবাস করছেন। এই হামলা ছাড়াও গত ২৪ ঘণ্টায় উপত্যকায় আরও ৭ জনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা।
প্রথমে লাল চকের কাছে সন্ত্রাসীরা হামলা চালায়। এই হামলায় একজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন এবং আরও এক জওয়ান হামলায় আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলওয়ামাতেও বড় ধরনের হামলা চালিয়েছে।
এরপরে পুলওয়ামায়, দুই অ-কাশ্মীরিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা দ্বিতীয়বারের মতো হামলা চালায়। এই হামলায় বিহারের দুইজন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ইদানিং ভূস্বর্গে কাশ্মীরি পন্ডিতদের প্রতিনিয়ত হামলা চালানোর ঘটনা নিয়মিত হয়ে উঠেছে। সন্ত্রাসীরা এর আগে রবিবার সন্ধ্যায় পুলওয়ামার নওপোরা এলাকায় দুই অ-স্থানীয় শ্রমিককে গুলি করে সন্ত্রাসীরা যারা দুজনেই হচ্ছেন পাঞ্জাবের বাসিন্দা।