এই মুহুর্তে নেটপাড়া জুড়ে একের পর এক ঠাট্টার ও কুমন্তব্যের অন্যতম প্রধান বিষয় বাংলা ও বাঙালি। কখনো সেখানে আক্রমণ করা হচ্ছে বাঙালি মেয়েদের, কখনো বা বাংলা ভাষা ও সুধীজনদের। আর এই তালিকায় এই মুহুর্তে সব চেয়ে আলোচিত নাম মার্কন্ডেয় কাটজু।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কাটজু বরাবরই বিতর্কে থাকতে ভালোবাসেন। হাথরাস কান্ডে তিনি ধর্ষকদের সাজা চেয়েও বলেছিলেন পুরুষদের এমন ভুল হতেই পারে। পরবর্তীকালে সে পোস্ট মুছলেও বিতর্ক এড়াতে পারেন নি৷
সামাজিক মাধ্যমে একের পর এক রক্ষণশীল ও বেফাঁস মন্তব্য করে সব থেকে বেশি বাঙালিদের দ্বারাই সমালোচিত হয়েছেন। তাই শিক্ষিত প্রগতিশীল বাঙালি জাতিকে আক্রমণ করতে এবার বাংলার অভিমান ভাষা ও সংস্কৃতিকেই আক্রমণের নিশানা করলেন কাটজু।
ফেসবুকে একের পর এক ঠাট্টা, চুটকি ও ছবি পোস্ট করেই চলেছেন তিনি। যার বেশিরভাগটাই বাঙালিদের নিয়ে। কখনো তার বক্তব্য, বাঙালিরা জল খায়, পান করে না। কখনো বা, বাঙালি আ বলতে পারে না। এমনকি রসগোল্লা নিয়েও তিনি বলেন, বাঙালিরা রাতদিন রসগোল্লা খেয়ে হাঁ করতে পারে না।
তবে এই সব আপাত রসিকতার মধ্যে অনেকেই কটুক্তির গন্ধ পাচ্ছেন। ফেসবুক জুড়ে বাঙালিদের ক্ষোভের মুখে পড়ে বেশ কয়েকটি পোস্ট ডিলিটও করেছেন কাটজু।