ক‍্যাটরিনার সাহায্যে এগিয়ে এলেন সলমন

বাংলা hunt ডেস্ক : এবছর ইদে মুক্তি পেতে চলেজে বলিউড সুপারস্টার সলমন খান অভিনীত ” ভারত ” সিনেমাটি।ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করছেন ক‍্যাটরিনা।প্রসঙ্গত, এই ছবিতে প্রথমে সলমনের বিপরীতে প্রিয়াঙ্কার অভিনয়ের কথা থাকলেও পরবর্তী সময়ে খানিকটা সমস্যা তৈরী হওয়ায় সলমনের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ক‍্যাটরিনা।রিয়েল লাইফে দুজনের সমীকরণ সম্পর্কে নতুন কিছু বলার নেই।সম্প্রতি সেই ছবির নতুন গান ” জিন্দা ” পেয়েছিল মুক্তি‌।
f004f img 20190518 wa0048
গানটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক এবং নায়িকা।সেই অনুষ্ঠানে ক‍্যাটরিনা শাড়ির কুচকির ভাঁজ নিয়ে বিড়াম্বনায় পড়লে সেই সময় তার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ভাইজান‌। প্রসঙ্গত,এই মুহুর্তে প্রবল ব‍্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে ভাইজানের।ইতিমধ্যে শুরু করেছেন তার ” দাবাং ৩ ” ছবির কাজ।প্রসঙ্গত,কোরিয়ান ছবি ” ওড টু মাই ফাদার” অবলম্বনে তৈরি হওয়া এই ছবিতে সলমন – ক‍্যাটরিনা ছাড়াও অভিনয় করছেন দীশা পাটানি,জ‍্যাকি শ্রফ প্রমুখ।আগামী ৫ ই জুন মুক্তি পাবে এই ছবি।


সম্পর্কিত খবর