বিয়ের পর প্রথম হোলি, শাশুড়িমার হাতে আবির মাখলেন পঞ্জাবি বধূ ক‍্যাটরিনা

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পরে যেন অন‍্য রূপ খুলেছে ক‍্যাটরিনা কাইফের (Katrina Kaif)। অবশেষে নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। ঢাকঢোল বাজিয়ে নয়। চুপিচুপি প্রেম করেই বিয়ে সেরে নিয়েছেন ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে। দুজনের অসমবয়সী বিয়ে নিয়ে প্রথমটা অনেক কানাঘুঁষো শোনা গিয়েছিল। আদ‍্যোপান্ত পঞ্জাবি পরিবারে ক‍্যাটরিনা মানিয়ে নিতে পারবেন কিনা। বিয়ের মেয়াদ নিয়েও প্রশ্ন উঠেছিল।

কিন্তু বিয়ের পর থেকে জুটির শেয়ার করা ছবিতেই বোঝা গিয়েছে, ক‍্যাটরিনা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। খুশি তাঁর চোখেমুখে উপচে পড়ে প্রতি ছবিতেই। আর হবে নাই বা কেন? ভিকি যে স্ত্রীকে চোখে হারান। বিয়ের পর থেকেই দুজনে কাজে ব‍্যস্ত হয়ে পড়েছেন। তবুও বিশেষ বিশেষ দিনগুলো উদযাপন করার জন‍্য ঠিকই সময় বের করে নিতে দেখি গিয়েছে তাঁদের।

IMG 20220318 133732
গত ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি ক‍্যাটরিনা। একসঙ্গে এটাই তাঁদের প্রথম হোলি। পঞ্জাবি পরিবারের হোলি উৎসব প্রথম বার চাক্ষুস করছেন অভিনেত্রী। সকাল সকাল আবির মেখে ছবি শেয়ার করেছেন স্বামী স্ত্রী। সকলকে জানিয়েছেন হোলির শুভেচ্ছা।

ছবিতে দেখা যাচ্ছে, ভিকি ক‍্যাটরিনার অ্যাপার্টমেন্টের ব‍্যালকনিতেই রঙ খেলায় মেতে উঠেছেন সকলে। শ্বশুর, শাশুড়ি ও দেওরকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেছেন ক‍্যাটরিনা। শাশুড়িমাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে বৌমার গালে লাল আবির ছোঁয়াতেও দেখা গিয়েছে ভিকির মাকে।

https://www.instagram.com/p/CbPJsautGAk/?utm_medium=copy_link

বিয়ের পর মাত্র কয়েক মাসেই পঞ্জাবি পরিবারের আদব কায়দা বেশ রপ্ত করে নিয়েছেন ক‍্যাটরিনা। বিয়ের ঠিক পরপরই চৌঙ্কা চারধানা রীতি মেনে নিজে হাতে বানিয়েছিলেন সুজির হালুয়া। স্ত্রীর হাতে প্রথম হালুয়া খেয়ে প্রশংসায় পঞ্চমুখ ভিকি। একসঙ্গে প্রথম ‘লোহরি’ উৎসব পালন করতেও দেখা গিয়েছিল ভিকি ক‍্যাটরিনাকে।

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে ক‍্যাটরিনাকে। মেরি ক্রিসমাস ছাড়াও সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’র শুটিং করছেন ক‍্যাটরিনা। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে জোয়া আখতারের পরিচালনায় ‘জি লে জারা’। ক‍্যাটের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া। অপরদিকে শেষবার ভিকিকে দেখা গিয়েছিল সর্দার উধম ছবিতে। পরবর্তীকালে তাঁর ঝুলিতে রয়েছে স‍্যাম বাহাদুর, গোবিন্দা নাম মেরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর