মা-বোনকে নিয়ে সেজেগুজে ভিকির বাড়িতে ক‍্যাটরিনা, হয়ে গেল আইনি বিয়ে!

   

বাংলাহান্ট ডেস্ক: বলিউডি বিয়ে নিয়ে এমনিই আগ্রহের অন্ত থাকে না নেটিজেনদের। তার উপর আবার বিয়েটা হচ্ছে ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif)। ভিভিআইপি এই বিয়ের অন্দর মহলের খবর নেওয়ার কোনো সুযোগই ছাড়ছেন না নেটনাগরিকরা। বিশেষ করে পাপারাৎজি ক‍্যামেরা কাঁধে প্রায় ধর্না দিয়েছেন ভিকি ও ক‍্যাটের বাড়ির সামনে।

রবিবার সন্ধ‍্যাতেই ট্র‍্যাডিশনাল পোশাকে সেজে ভিকির বাড়িতে উপস্থিত হতে দেখা যায় ক‍্যাটরিনা ও তাঁর মা এব‌ বোনকে। শোনা যাচ্ছে, সম্ভবত রবিবারেই অভিনেতার বাড়িতে আয়োজন করা হয়েছিল আইনি বিয়ের। তার সাক্ষী হিসেবেই উপস্থিত ছিলেন ক‍্যাটরিনার পরিবারের সদস‍্যরা।

lrcj466 katrina kaif
সাদা রাফল শাড়ি ও সিক‍্যুইনের ব্লাউজে দেখা গেল অভিনেত্রীকে। কানে ঝোলা দুল পরেছিলেন তিনি, লম্বা চুল রেখেছিলেন খোলা। পাপারাৎজির দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়তে দেখা গেল ক‍্যাটরিনাকে। তবে এদিন পাপারাৎজি বা সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি অভিনেত্রী বা তাঁর পরিবার।

জানা যাচ্ছে, আজই নিজের নিজের পরিবারকে নিয়ে রাজস্থান রওনা দেবেন ভিকি ক‍্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক‍্যাটরিনার। ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়েতে জনপ্রিয় বাঙালি ফ‍্যাশন ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির লেহেঙ্গাতেই সাজবেন ক‍্যাট।

করোনা পরিস্থিতিতে মোট ১২০ জন অতিথিকে বিয়েতে আমন্ত্রিত করা হয়েছে বলে খবর। গোপনীয়তা বজায় রাখতে রীতিমতো চুক্তিপত্রে সাক্ষর করতে হচ্ছে আমন্ত্রিত অতিথিদের। সব মিলিয়ে রেগে কাঁই হয়ে গিয়েছে নিমন্ত্রিতরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজনের ক্ষোভ, অতিথিদের উপরে যদি ভরসাই না করা যায় তাহলে তাঁদের আমন্ত্রণ জানানোর প্রয়োজন কী ছিল? এত নিষেধাজ্ঞার ঘনঘটায় অনেকেই নাকি বিয়েতে যেতে রাজি নন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর