ভিকিকে সন্তান দিতে পারবেন না ক‍্যাটরিনা! প্রকাশ‍্যে বিষ্ফোরক তথ‍্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘হটেস্ট’ জুটিদের মধ‍্যে অন‍্যতম ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দীর্ঘদিন ধরে লুকিয়ে প্রেম করার পর গত বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছেন দুজনে। তাঁদের প্রেম নিয়ে অনেকে সন্দিহান হলেও সত‍্যিটা ঘুণাক্ষরেও টের পেতে দেননি ‘ভিক‍্যাট’ জুটি। ডিসেম্বরে বিয়ের পর এখন প্রায়ই যুগলে ছবি শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়।

বিয়ের পর পাঁচ মাস মাত্র কেটেছে ভিকি ক‍্যাটরিনার। এর মধ‍্যেই নতুন একটি গুঞ্জন নিয়ে একটানা লাইমলাইটে রয়েছেন এই সেলেব জুটি। মাঝে শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা‌। তাঁর আগামী ছবির শুটিং এর তারিখ পিছিয়ে যেতেই এই জল্পনার সূত্রপাত।


যদিও গুঞ্জন তুঙ্গে উঠতেই আসরে নামে ক‍্যাটরিনার টিম। পরিষ্কার জানানো হয়, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন। বিবৃতিতে বলা হয়, ক‍্যাটরিনা নিজের আগামী ছবির কাজ নিয়ে ব‍্যস্ত‍। পাশাপাশি বিবাহিত জীবনের প্রথম ধাপটাও সম্পূর্ণ ভাবে উপভোগ করছেন অভিনেত্রী।

এর মাঝেই একটি খবর ছড়িয়ে পড়েছে, ক‍্যাটরিনা এখনি মা হতে পারবেন না। স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সবেমাত্র পাঁচ মাস হয়েছে তাঁদের বিয়ের। আর পাঁচজন বিবাহিত বলিউড তারকার মতোই কেরিয়ার নিয়ে অতিরিক্ত ব‍্যস্ত ক‍্যাট। একাধিক ছবির শুটিং নিয়ে ব‍্যস্ত তিনি। শুটিং রয়েছে ভিকিরও। এখন সন্তান নেওয়ার সিদ্ধান্ত হঠকারিতা বলেই মনে করেন দুজনে।

যদিও ক‍্যাটরিনার এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। কেরিয়ার নিয়ে এতই ব‍্যস্ত যে পরিবার পরিকল্পনার সময় নেই! অভিনেত্রীকে কথা শোনাতে ছাড়েননি অনেকেই। আবার কয়েকজনের মতে, ক‍্যাটরিনা যা করছেন ঠিকই করছেন। তাঁদের বিবাহিত জীবনের সবে শুরু। তাঁদের মতো করে উপভোগ করতে দেওয়াই ভাল।

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে ভিকির। বিয়ের পরেই পরিচালক আদিত‍্য ধরের ‘দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও পরিচালক লক্ষ্মণ উটেকরের একটি ছবির শুটিং করছিলেন তিনি। দ্বিতীয় ছবিটির নাম ঠিক হয়নি এখনো। অন‍্যদিকে ক‍্যাটরিনাকে দেখা যাবে মেরি ক্রিসমাস এবং টাইগার থ্রি ছবিতে।

সম্পর্কিত খবর

X