সোয়েটার-হটপ‍্যান্টে আধুনিকা ‘পঞ্জাবি বহূ’ ক‍্যাটরিনা, নজর কাড়ল গলায় হীরের মঙ্গলসূত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিবাহিত জীবন চুটিয়ে উপভোগ করছেন ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। গত বছরের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন দুজন। কিন্তু তাঁদের সম্পর্ক ঠিক কবে থেকে শুরু হল তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কারণ কখনোই সম্পর্ক নিয়ে কখনোই কোনো ইঙ্গিত দেননি ভিকি ক‍্যাটরিনা। কিন্তু বিয়ের প‍র সমস্ত আগল খুলে দিয়েছেন নবদম্পতি। ব‍্যক্তিগত জীবনের টুকটাক মুহূর্তের ছবি প্রায়ই তাঁরা শেয়ার করতে থাকেন সোশ‍্যাল মিডিয়ায়।

সম্প্রতি নিজের কয়েকটি ছবি শেয়ার করেছেন ক‍্যাটরিনা। নিজেদের নতুন বাড়ির প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছেন তিনি। স্বপ্নের নীড়কে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন ভিক‍্যাট। ব‍্যালকনিতে বসে সমুদ্র দেখার জন‍্য নিজের জন‍্য বিশেষ জায়গাও বানিয়ে নিয়েছেন অভিনেত্রী। এই বাড়িরই এক ঝলক দেখা গিয়েছে তাঁর সাম্প্রতিক পোস্টে।


ছবিতে হালকা ক্রিম রঙা সোয়েটার ও শর্টস পরে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন ক‍্যাটরিনা। তবে পোশাক আধুনিক হলেও গলায় মঙ্গলসূত্র পরতে ভোলেননি তিনি। ছবিগুলি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নব বিবাহিত ক‍্যাটরিনার দিক থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।

বিয়ের দিনই ভিক‍্যাটের ছবিতে নজর কেড়েছিল মঙ্গলসূত্র ও এনগেজমেন্ট আংটিটি। দুটো হীরে দিয়ে তৈরি মঙ্গলসূত্রটি ডিজাইনার সব‍্যসাচী মুখার্জির কালেকশনের বলে শোনা যাচ্ছে। লেহেঙ্গার সঙ্গে সব‍্যসাচীর ডিজাইন করা যে গয়নাগুলি ক‍্যাটরিনা পরেছিলেন তাতে রয়েছে হিরে, সোনা ও মুক্তোর কাজ।

https://www.instagram.com/p/CYTBJu9Nm0D/?utm_medium=copy_link

সকলে মুগ্ধ হয়েছিলেন ক‍্যাটরিনার এনগেজমেন্ট আংটিটি দেখে। মাঝখানে নীলা বসানো ও চারদিকে ছোট ছোট হীরে খোদাই করে তৈরি চৌকোনা আংটিটি এক ঝলকেই নজর কাড়তে বাধ‍্য। ভিকির দেওয়া এই আংটির দাম প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা।

X