নজরে রেখেছিলেন নায়িকাকে, বিয়ের প্রস্তাবে উত্তর না দিতে খুনের হুমকি ভিকি-ক‍্যাটরিনাকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রাণের ভয়ে ভীত ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক‍্যাটরিনা কাইফ (Katrina Kaif)। এক উঠতি অভিনেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন তারকা জুটিকে। ক‍্যাটরিনার বড় ভক্ত ওই উঠতি অভিনেতা নাকি অনেকদিন ধরেই নজরে নজরে রেখেছিলেন নায়িকাকে। প্রতিহিংসা চরিতার্থ করতেই নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন ওই উঠতি অভিনেতা।

জানা যাচ্ছে, ধৃত অভিনেতার নাম মনবিন্দর সিং। বলিউডের একজন স্ট্রাগলিং অভিনেতা তিনি। আরো অনেকের মতো ক‍্যাটরিনাকে পছন্দ ছিল তাঁর। কিন্তু তিনি রীতিমতো নজরে নজরে রাখতেন অভিনেত্রীকে। সোশ‍্যাল মিডিয়ায় সর্বক্ষণ ফলো করতেন তাঁকে। বহুবার বিয়ের প্রস্তাবও নাকি দিয়েছিলেন ক‍্যাটরিনাকে।


বলা বাহুল‍্য, ফিরেও তাকাননি নায়িকা। কিন্তু হাল ছেড়ে দেওয়ার বদলে আরো মরিয়া হয়ে ওঠেন মনবিন্দর। বেশ কিছু বিকৃত ভিডিও নাকি শেয়ার করেছিলেন তিনি। ক‍্যাটরিনা পাত্তা না দেওয়ায় সোশ‍্যাল মিডিয়ায় খুনের হুমকি দিতে শুরু করেন মনবিন্দর।

ভিকি ও ক‍্যাটরিনা পুলিসের দ্বারস্থ হতে তদন্তে নামে মুম্বই পুলিস। সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তারকা জুটি। সোশ‍্যাল মিডিয়ার সূত্র ধরেই অভিযুক্তের কাছে পৌঁছায় পুলিস। জানা যাচ্ছে, ধৃত মনবিন্দর সিং উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা। টিভি ও সিনেমায় কাজ খোঁজার চেষ্টা করছিলেন তিনি। মনবিন্দরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) এব‌ং ৩৫৪ ডি ধারায় এবং তথ‍্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বন্ধুবান্ধব ও পরিবারের সদস‍্যদের নিয়ে মালদ্বীপ পাড়ি দিয়েছিলেন ভিকি ক‍্যাটরিনা। সেখানেই ৩৯ তম জন্মদিন পালন করেন দুজনে। অনেকদিন পরে জনসমক্ষে এলেন ক‍্যাট। তাঁদের সঙ্গে গিয়েছিলেন ভিকির ভাই সানি কৌশল, বান্ধবী শর্বরী ওয়াঘ, পরিচালক কবীর খান এবং তাঁর স্ত্রী মিনি মাথুর।

প্রসঙ্গত, শেষবার করন জোহরের ৫০ তম জন্মদিনে দেখা গিয়েছিল তাঁকে। সেজেগুজে পরিচালকের পার্টি আলো করেছিলেন ক‍্যাট সুন্দরী। তারপর থেকেই আর দেখা মেলেনি অভিনেত্রীর।

X