আদ‍্যোপান্ত কালো পোশাক, মুখে মাস্ক; মুম্বইয়ের ব‍্যস্ত রাস্তায় দিব‍্যি সাইকেল চালালেন ক‍্যাটরিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শরীর স্বাস্থ‍্য ও ফিটনেস নিয়ে যে বহু তারকাই ব‍্যস্ত তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। লকডাউনের (lockdown) সময় নিজেদের বাড়িতেই শরীরচর্চা শুরু করে দিয়েছিলেন তাঁরা। এই তালিকায় রয়েছে ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) নামও। লকডাউন চলাকালীন নিজের আ্যাপার্টমেন্টের ছাদেই জিম ট্রেনারকে সঙ্গে নিয়ে শরীরচর্চা শুরু করেছিলেন ক‍্যাটরিনা। দেশ জুড়ে আনলকের প্রক্রিয়া শুরু হতেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা যায় তারকাদের। সারা আলি খান, ইব্রাহিম আলি গান, রণবীর কাপুরের পর এবার ক‍্যাটরিনাকে দেখা গেল মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে।


পরনে আদ‍্যোপান্ত কালো ট্র‍্যাক প‍্যান্ট ও টিশার্ট, মাথায় টুপি ও মুখে মাস্ক। এই বেশেই রাস্তায় বেরোলেন ক‍্যাটরিনা। মুখে মাস্ক থাকায় তাঁকে চেনে কার সাধ‍্য। রাস্তায় অনেকেই দেখেও বুঝতে পারলেন না তিনি ক‍্যাটরিনা। তাঁর সঙ্গে আরও কয়েকজনকে দেখা গেল রাস্তায় সাইকেল চালাতে।

https://www.instagram.com/p/CDnfCOvHwoa/?igshid=xx15qwn8h6s5

প্রসঙ্গত, ক‍্যাটকে পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সূর্যবংশী’তে দেখা যাবে। অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগণ অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের দিওয়ালিতে। প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি।
বলিউডে আসার আগে লন্ডনে মডেলিং করতেন ক‍্যাট। ‘বুম’ ছবির হাত ধরে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। অমিতাভ বচ্চনের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এরপর সিনেমার প্রস্তাব না পেলেও বেশ কিছু বিজ্ঞাপন ও মডেলিংয়ের রস্তাব আসে ক‍্যাটের কাছে।


এরপর ‘মল্লিসবরী’ নামে একটি তেলুগু ছবিতেও অভিনয় করেন ক‍্যাটরিনা। তারপর রাম গোপাল ভার্মার পরিচালনায় ‘সরকার’ ছবিতে একটি ছোট চরিত্রে দেখা যায় তাঁকে। এরপরেই সলমন খানের নজর পড়ে ক‍্যাটরিনার ওপর। সেই সময় ‘ম‍্যায়নে পেয়ার কিঁউ কিয়া’ ছবির জন‍্য একজন নায়িকা খুঁজছিলেন অভিনেতা। ক‍্যাট এই ছবিতে মূল অভিনেত্রী না হতে পারলেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ম‍্যায়নে পেয়ার কিঁউ কিয়া সুপারহিট হয়। এরপর আর ক‍্যাটরিনাকে পেছন ফিরে দেখতে হয়নি।

সম্পর্কিত খবর

X