করোনার জন্য বাড়ির ছাদেই হট স্যুটে জিম করলেন ক্যাটরিনা, শেয়ার করলেন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা হলেন ক্যাটরিনা কাইফ। একের পর এক ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। অভিনয়ের পাশাপাশি নাচ ও শরীরচর্চার দিকেও ঝোঁক রয়েছে তাঁর। মাঝে মধ্যেই জিম করার নানা ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। তবে এবার সারা বিশ্বে করোনার সংক্রমণের জন্য বহু তারকাই ঘরবন্দি হয়ে রয়েছেন। জমায়েত এড়িয়ে চলছেন।

70067330

সেই কারনে বেশ ফাঁপড়ে পড়েছেন ক্যাটরিনা। তাঁর জিম বন্ধ। তাই বাধ্য হয়ে নিজের বাড়ির ছাদেই শরীরচর্চা করতে শুরু করেছেন। সঙ্গে রয়েছেন তাঁর জিম ট্রেনার। দুজনে একসঙ্গে মিলে জিম করতে দেখা গেল তাঁদের। একের পর এক বেশ কয়েকটি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছেন ক্যাটরিনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই সব ছবি, ভিডিও শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/B9zMwQJBoz_/?utm_source=ig_embed

বলা বাহুল্য, এই সবকটি ভিডিওই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাটরিনার বুদ্ধির প্রশংসাও করেছেন নেটিজেনরা। সেই সঙ্গে তাঁর শরীরচর্চার প্রশংসাও করেছেন। এই সময়েও যে তিনি জিম করা বন্ধ করেননি সেটার জন্যই বাহবা দিয়েছেন নেটজনতা। ইতিমধ্যেই ১৩ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।

https://www.instagram.com/p/B9why7zBMJp/?utm_source=ig_embed

প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সূর্যবংশী’তে দেখা যাবে ক্যাটকে। অজয় দেবগণ, রণবীর সিং ও অক্ষয় কুমারকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়াও রয়েছেন জ্যাকি শ্রফ, গুলশন গ্রোভার ও সিকন্দর খের। এই ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, “রোহিত শেট্টি ও অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই অসাধারন। সেটে আমরা খুবই ভাল সময় কাটিয়েছি। সবাই একটা টিমের মতো করে কাজ করেছি।”

Niranjana Nag

সম্পর্কিত খবর