পরনে সাদা হটপ‍্যান্ট, ছাতা হাতে বৃষ্টি উপভোগ করতে মুম্বইয়ের রাস্তায় ক‍্যাটরিনা; দেখুন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন ক‍্যাটরিনা কাইফ (katrina kaif)। অনুরাগীদের জন‍্য প্রায়ই নিত‍্যনতুন ছবি (photo), ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। ফের একটি নতুন ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন ক‍্যাটরিনা।

সাদা হট প‍্যান্ট, হুডি ও স্নিকার্স পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন ক‍্যাটরিনা। হাতে নিয়েছেন একটি খোলা ছাতা। ছবি দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে মুম্বইয়ের বৃষ্টি বেশ উপভোগ করছেন তিনি। ক‍্যাপশনে কয়েকটি পঙক্তি লিখেছেন অভিনেত্রী।


ছবি এবং ক‍্যাপশন দুটোই বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। ইতিমধ‍্যেই ১৮ লক্ষের উপর লাইক পড়ে গিয়েছে ছবিতে। ক‍্যাট অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কমেন্টে প্রশংসা উপচে পড়ছে নেটজনতার।

https://www.instagram.com/p/CEOKlBmhn_2/?igshid=1c4yhxaupo9yl

কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছিল ক‍্যাটরিনাকে। পরনে আদ‍্যোপান্ত কালো ট্র‍্যাক প‍্যান্ট ও টিশার্ট, মাথায় টুপি ও মুখে মাস্ক। এই বেশেই রাস্তায় বেরোন ক‍্যাটরিনা। মুখে মাস্ক থাকায় তাঁকে চেনে কার সাধ‍্য। রাস্তায় অনেকেই দেখেও বুঝতে পারেন নি তিনি ক‍্যাটরিনা। তাঁর সঙ্গে আরও কয়েকজনকে দেখা গিয়েছিল রাস্তায় সাইকেল চালাতে।

লকডাউন চলাকালীন নিজের আ্যাপার্টমেন্টের ছাদেই জিম ট্রেনারকে সঙ্গে নিয়ে শরীরচর্চা শুরু করেছিলেন ক‍্যাটরিনা। দেশ জুড়ে আনলকের প্রক্রিয়া শুরু হতেই মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালাতে দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, ক‍্যাটকে পরিচালক রোহিত শেট্টির আগামী ছবি ‘সূর্যবংশী’তে দেখা যাবে। অক্ষয় কুমার, রণবীর সিং, অজয় দেবগণ অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের দিওয়ালিতে। প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি।

X