বাংলা হান্ট ডেস্ক: নেটিজেনরা ক্যাটরিনার আর সালমান খানের বিয়ে নিয়ে খুবই আগ্রহী তাই এই ব্যাপারে এবার ক্যাটরিনা মুখ খুললেন। বলেন বিয়ের কথা ভাবছেন ক্যাটরিনা। সম্প্রতি এক অনুষ্ঠানে সে কথা প্রকাশ করেন তিনি। এতে ওঠে আসে প্রাক্তন প্রেমিক সালমান খানের প্রসঙ্গও।
ব্রেকআপের পরেও দুই নায়ক-নায়িকার সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় গুঞ্জন চলতেই থাকে। তাদের দুজনকে একসাথে দেখলেই নেটিজেনরা সেই নিয়ে চর্চা করে সোশ্যাল মিডিয়ায় তারা কোথায় যাচ্ছে কি করছে এসব নিয়েই নেটিজেনদের খুব আগ্রহী।
ক্যাটরিনা বলেন, “সালমানের সঙ্গে ১৬ বছর ধরে আমার বন্ধুত্ব। তিনি এমনই বিশ্বস্ত বন্ধু, যখনই দরকার হবে পাশে পাবেন।বিয়ে প্রসঙ্গে তিনি জানান, এখনো আমি সিঙ্গল। বিয়ে করার কথা ভাবছি। এ নিয়ে রয়েছে পরিকল্পনাও । তবে এ ক্ষেত্রে পরিবারের মতামতকে প্রাধান্য দেবো আমি”।