মুসলিম হয়ে হিন্দু মন্দিরে কেন? সিদ্ধি বিনায়কে পুজো দিয়ে মৌলবাদীদের নিশানায় ক্যাটরিনা

বাংলাহান্ট ডেস্ক: ধর্মীয় জিগির তুলে অভিনেতা অভিনেত্রীদের ট্রোল করা নতুন বিষয় নয়। তবে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ক্ষেত্রে এটা বেশ নতুনই বলা চলে। মূলত ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা অভিনয় দক্ষতা নিয়েই সমালোচনা শুনে এসেছেন তিনি বরাবর। এবার ধর্ম নিয়েও কটাক্ষ শুনতে হল ক্যাটকে।

অতি সম্প্রতি স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ক্যাটরিনা। সবুজ সোনালি সালোয়ার কামিজ পরে, মাথায় ওড়না দিয়ে দেখা মিলল অভিনেত্রীর। অন্যদিকে সাদা শার্ট আর খাকি রঙের প্যান্টে ক্যাজুয়াল পোশাকে ধরা দিলেন ভিকি। মন্দিরে পুজো দিয়ে গণপতিকে প্রণাম করতে দেখা যায় ক্যাটরিনাকে।

Vicky katrina

ছবি ভাইরাল হতেই ট্রোল করতে ঝাঁপিয়েছেন নেটনাগরিকদের একাংশ। মুসলিম ধর্মাবলম্বী হয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে কেন ক্যাটরিনা? অভিনেত্রীর পাশাপাশি নিন্দার মুখে পড়েছেন ভিকিও। কয়েকজন ব্যঙ্গাত্মক সুরে প্রশ্ন করেছেন, সামনে কোন ছবি মুক্তি পাচ্ছে? তাই লোক দেখাতে মন্দিরে এসেছেন।

এমনকি কয়েকজন দাবি করেছেন, ভাইরাল ছবিগুলিতে ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা লাগছে। কয়েকজনের বক্তব্য, অন্তত ছয় মাসের অন্তঃসত্ত্বা তো তিনি হবেনই। আবার কিছু জনের কটাক্ষ, ভিকি ক্যাটরিনা নাকি বিরাট অনুষ্কাকে নকল করছেন। তাঁরাও সম্প্রতি বৃন্দাবনে গিয়েছিলেন কিনা।

https://www.instagram.com/p/CnEEKdmqt95/?igshid=YmMyMTA2M2Y=

উল্লেখ্য, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নতুন নয়। এর আগেও একাধিক বার শোনা গিয়েছে এমন জল্পনা। এমনকি এও খবর ছড়িয়েছিল, গত ১৬ জুলাই নিজের জন্মদিনেই নাকি বড় ঘোষনাটা করবেন ক‍্যাটরিনা। কিন্তু কার্যক্ষেত্রে তেমন কিছুই হয়নি।

আর সিনেমার প্রসঙ্গে এলে, ক্যাটরিনাকে শেষবার দেখা গিয়েছে ‘ফোন ভূত’ ছবিতে, যা ডাহা ফেল করেছিল বক্স অফিসে। অন্যদিকে ভিকিকে শেষবার দেখা গিয়েছে ‘গোবিন্দা নাম মেরা’তে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও তেমন চলেনি ছবিটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর