গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ
শহর কাটোয়া এক প্রাচীন শহর।গ্রিক রোমান ঐতিহাসিকদের লেখায় শহর কাটোয়া বা কটদুপার উল্লেখ রয়েছে।মহাপ্রভু এখানে সন্ন্যাস নেওয়ার পর গোটা রাঢ় অঞ্চলের বৈষ্ণবধর্ম প্রচারের অন্যতম কেন্দ্রভূমিতে পরিণত হয়।
এখানে এসেছিলেন নবদ্বীপের একদা কুখ্যাত মাধাই।তবে তিনি তখন ব্রহ্মচারী বৈষ্ণব সাধক মাধব।একসময় চৈতন্যবিরহে কাটোয়ায় চলে আসেন।নিভৃতে লোকচক্ষুর অন্তরালে পর্ণকুটিরে স্বীয় সাধনায় আত্মনিয়োগ করেন।এখানেই তিনি সমা্ধিস্থ হন।পরবর্তীকালে তাঁর স্মরণে আশ্রম প্রতিষ্ঠিত হয়। নামকরণ হয় মাধাইতলা।গৌর নিতাই দারুবিগ্রহ প্রতিষ্ঠিত হয়।শুরু হয় রথযাত্রা উৎসব।
রথযাত্রা উৎসবকে ঘিরে আজকে কাটোয়ায় উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।