৪১ বছর বয়সে IPL অভিষেক! ৪৯ বছর বয়সেও খেলেন ক্রিকেট, আসছে সেই তারকার বায়োপিক

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ‘কৌন প্রবীণ তাম্বে?’ এটি হল সেই সিনেমার নাম যা রাজস্থান রয়্যালসের প্রবীন তাম্বে-এর জীবনের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। ভারতের এই লেগ স্পিনার যিনি ৪১ বছর বয়সে আইপিএলে অভিষেক করেছিলেন তার জীবন ছিল যথেষ্ট আকর্ষনীয়। তাম্বের বায়োপিকে তার নিজের চরিত্রে দেখা যাবে শ্রেয়স তালপাড়েকে। এর আগেও তিনি তার ক্রিকেট সংক্রান্ত সিনেমা ইকবাল-এ একজন কাল্পনিক ক্রিকেটারের (পেসারের) চরিত্রে অভিনয় করেছেন।

প্রবীণ তাম্বে-র এই আসন্ন বায়োপিকের ট্রেলার দু দিন আগেই প্রকাশিত হয়েছে। ছবিটি হটস্টারে প্রিমিয়ার হবে, যার রিলিজ ডেট এখনও জানানো হয়নি। শ্রেয়স তালপাড়ে-কে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির ট্রেলার শেয়ার করেছেন। তিনি একটি সুন্দর ক্যাপশনও যোগ করেছেন, যার একটি বিশেষ লাইন হলো, “শুধু এক ওভার- বিশ্বের সবচেয়ে বড় লিগে পৌঁছে গেছে! বাহ প্রবীণ তাম্বে কি সুন্দর গল্প তোমার!”

ট্রেলারটি শুরু হয় ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের বক্তব্য দিয়ে। দ্রাবিড় বলেছেন যে আজ আমরা এমন একজনের কথা বলব যাকে আমি গত কয়েক বছর ধরে চিনি। প্রায়ই মানুষ এসে সচিন, সৌরভ, লক্ষ্মণ, কুম্বলে সম্পর্কে জানতে চায়। তবে আজ আমি প্রবীণ তাম্বে সম্পর্কে কথা বলব। এর পরই শুরু হবে রাজস্থান রয়্যালসের লেগস্পিনারের গল্প। প্রবীণ তাম্বে ৪ বছর বয়সে ২০১৩ আইপিএলে রাজস্থানের হয়ে অভিষেক করেছিলেন। আইপিএলে তিনি শেষ ম্যাচটি ২০১৬ সালে গুজরাট লায়ন্সের হয়ে আরসিবির বিপক্ষে খেলেছিলেন। এছাড়াও, তিনি ২০১৭ সালে বিজয় হাজারে ট্রফিতে তার রঞ্জি অভিষেক করেছিলেন। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং আবুধাবি টি টেন লিগেও খেলেছেন।

আবুধাবি লিগের সাম্প্রতিক ২০২১ সংস্করণে, প্রবীণ তাম্বে মারাঠা অ্যারাবিয়ানদের হয়ে ৪৯ বছর বয়সেও ক্রিকেট খেলেছেন। এর আগে, তিনি ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সেরও অংশ ছিলেন। তিনি ৩৩ টি আইপিএল ম্যাচে ৭.৭৫ ইকোনমি এবং ৩০.৪৬ গড়ে ২৮টি উইকেট নিয়েছেন। কর্মজীবনে বয়স, দুর্ঘটনা, চাকরি, সংসারের ভরণপোষণের মতো অনেক সমস্যা তার সামনে আসলেও তিনি কখনো হাল ছাড়েননি। এই চলচ্চিত্রে সেই সমস্ত সমস্যা গুলিই তুলে ধরা হবে।

সম্পর্কিত খবর

X