অন্য সিরিয়ালে ব্যস্ত আদৃত, বিয়ের বছর ঘোরার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কৌশাম্বী!

বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। অভিনেত্রী ছাড়াও আরো একটি পরিচয় রয়েছে তাঁর। তিনি অভিনেতা আদৃত রায়ের স্ত্রী। সবেমাত্র গত বছর মে মাসে বিয়ে সেরেছেন দুজনে। দীর্ঘ জল্পনা কল্পনা, সমালোচনা, ট্রোলের পর নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে ঘর বেঁধেছেন তাঁরা। বিয়ের পরেই সম্প্রতি নতুন সিরিয়ালেও যোগ দিয়েছেন আদৃত। আর এর মাঝেই বড় বোমা ফাটালেন কৌশাম্বী (Kaushambi Chakraborty)।

বিয়ের এক বছর হওয়ার আগেই বড় সিদ্ধান্ত কৌশাম্বীর (Kaushambi Chakraborty)

বিয়ের এখনো এক বছরও হয়নি আদৃত কৌশাম্বীর। (Kaushambi Chakraborty) এমনিতেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত ছিল। অনেকে কটাক্ষ করেছিলেন, অনেকে আবার শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন তাঁদের। তবে বরাবরই টলিপাড়ার চর্চিত জুটি থেকেছেন তাঁরা। পর্দায় দিদি ভাই এর থেকে বাস্তবে স্বামী স্ত্রী হওয়া পর্যন্ত হাত ধরে রেখেছেন পরস্পরের।

Kaushambi Chakraborty took a big decision

কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী: বর্তমানে অবশ্য ব্যস্ততা বেড়েছে দুজনেরই। কৌশাম্বী (Kaushambi Chakraborty) আগে থেকেই অভিনয় করছিলেন ‘ফুলকি’ সিরিয়ালে। আদৃতও সম্প্রতি নায়ক হয়ে পা রেখেছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কৌশাম্বী (Kaushambi Chakraborty)। বিয়ের বছর ঘোরার আগেই তাঁর এমন কাণ্ডে হতভম্ব নেটিজেনরা। কী করেছেন অভিনেত্রী?

আরো পড়ুন : ঘনিয়ে এল ‘জি বাংলা সোনার সংসার’এর দিনক্ষণ, থাকছে ‘স্পেশ্যাল’ চমক! কবে হবে সম্প্রচার?

ছবি দেখে অবাক নেটিজেনরা: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেয়া করেন অভিনেত্রী। সেখানে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। কাঁধ পর্যন্ত লম্বা রেশমি চুলের বদলে করে ফেলেছেন বয়েজ কাট! কৌশাম্বীকে (Kaushambi Chakraborty) দেখে চেনা দায়। একি কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী!

আরো পড়ুন : বাথরুমের মতো ছোট ঘরে দিনযাপন, আজ প্রথম সারির নায়িকা শ্বেতা, বিয়েতে কত খরচ করছেন ‘শ্যামলী’ জানেন?

চমক লাগলেও এমন কাণ্ড বাস্তবে ঘটাননি কৌশাম্বী। আসলে ফুলকি সিরিয়ালে একটি দৃশ্যের জন্য ছদ্মবেশ নিতে হয়েছে ‘পারমিতা’কে। সেই কারণেই এমন অদ্ভূত লুক অভিনেত্রীর। নেটিজেনরাও নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ছবিটা দেখে মুখোশের আড়ালের ঝিনুকের লুকের কথা মনে পড়ে গেল’। আরেকজন লিখেছেন, ছোট চুলেও বেশ মিষ্টি লাগছে কৌশাম্বীকে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর