মমতাকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত ন্যাড়া থাকব! মুক্তির পর মাথা মুড়িয়ে হুঙ্কার কৌস্তুভের

বাংলা হান্ট ডেস্কঃ  দিনভর টানাপোড়েনের পর জামিন (Bail) পান কংগ্রেস নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। শনিবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার হন তিনি, আর সেদিন বিকেলেই ব্যাঙ্কশাল আদালত নেতার জামিনের আবেদন মঞ্জুর করেন। ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে জামিন পান তিনি।

এদিন জামিন মেলার পরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার সমস্ত চুল কামিয়ে ফেললেন নেতা। শুধু তাই নয় এদিন মুক্তি পেয়েই মমতা বন্দোপাধ্যায় ও শাসক দলকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন কৌস্তভ। মাথার চুল উড়িয়ে হুঙ্কার করে বলেন, যতদিন না বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে পারছেন ততদিন মাথায় চুল গজাতে দেবেন না তরুণ কংগ্রেস নেতা।

উল্লেখ্য, শনিবার গ্রেফতার হওয়ার সময়ই তৃণমূলকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র বলেছিলেন, একবার জামিনে ছাড়া পেলেই গ্রেফতারির প্রতিবাদে মাথা কামাবেন তিনি। পাশাপাশি তিনি বলেন, “যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য থেকে উৎখাত হয়, ততদিন মাথায় চুল গজাতে দেব না।”

kaustav bagchi , mamata

প্রসঙ্গত, সাগরদিঘি নির্বাচনের জয়লাভের পরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। এর জন্যই গ্রেফতার করা হয় তাকে। শুক্রবার গভীর রাতে তার বাড়িতে হানা দিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার করে পুলিশ।

তারপর তরুণ নেতাকে এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। নেতার পক্ষে এদিন হাজির ছিলেন ১০০ আইনজীবী। কৌস্তভের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার জামিনের আবেদন জানানো হয়। অবশেষে ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তভ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর