কাটোয়ার করুই গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৬ টি গবাদিপশু

Published On:

 

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান,১৫ মে ঃ
বুধবার সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের করুই গ্রাম সংলগ্ন কৃষি জমির মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ টি গরু মারা গেছে । বিশেষ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যাবেলার ঝড়ে মাঠে বিদ্যুতের তিন চারটি খুঁটি উপড়ে পড়ে যায়। আজ সকালে গরুগুলি মাঠে চরানোর জন্য ছেড়ে দিয়েছিলেন স্থানীয় গ্রামবাসী কার্তিক মাঝি, মিঠুন মাঝি, নারায়ণ দাস ও বুড়ি মাঝি । সূত্র মারফৎ জানা গেছে, তখনই এই বিপত্তি ঘটে।স্থানীয়রা বিদ্যুৎ দফতরে খবর দেন।

পরে বিদ্যুত দফতরের কর্মী, আধিকারিকরা পরিদর্শনে আসেন ।

করুই গ্রাম পঞ্চায়েত এর সদস্য সুকেশ চ্যাটার্জি গ্রামের গরিব প্রাণী পালকরা যাতে কিছুটা ক্ষতিপূরণ পান তার জন্য বিদ্যুত দফতর সহ অন্যান্য সরকারি দফতরে তদবির করছেন বলে জানা গেছে ।

X