RG Kar কান্ডের ছায়া এবার সিরিয়ালেও! পাড়ার মেয়েকে বাঁচাতে মধুবনী যা করল….সাব্বাস!

বাংলাহান্ট ডেস্ক: আর জি কর কাণ্ডে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। তার আঁচ কিছুটা গিয়ে পড়ছে দেশের অলিতে গলিতেও। ৯ আগষ্ট রাতে আর জি কর মেডিক্যাল হাসপাতালে কর্মরত একটি চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। তার বিচার চেয়ে রাস্তায় নেমেছিল লাখ লাখ মানুষ। সুর একটাই। রব একটাই। বিচার চাই।

বাস্তব জীবনে যা ঘটে তার আঁচ কিছুটা থেকে যায় ধারাবাহিকেও (Bangla Serial)

এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ধারাবাহিকেও দেখানো হচ্ছে হেনস্থাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ। বাস্তব জীবনে যা ঘটে তার আঁচ কিছুটা থেকে যায় ধারাবাহিকেও (Bangla Serial)। তাই জন্যই মানুষ নিজের সঙ্গে বেশিরভাগ সময় মিল পায় ধারাবাহিকের (Bangla Serial) গল্পের। আবারও ধারাবাহিকে আনা হল এমনই একটি ট্র্যাক। এই ট্র্যাকে দেখানো হবে মধুবনি অর্থাৎ কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের (Bangla Serial) নায়িকার শ্বশুর বাড়ির পাড়ার একটি মেয়েকে কয়েকজন গুন্ডা মিলে হেনস্থা করে।

আরও পড়ুন : কেন ২৯ আগস্ট পালিত হয় National Sports Day? জানলে আপনারও হবে গর্ব

হেনস্থার শিকার ওই মেয়েটির কাছে দাঁড়ায় মধুবনী। সঙ্গে থাকে তাদের পাড়ার লোকজনেরাও। বিশেষ করে মহিলারা। হাতে অস্ত্র তুলে নিয়েছিল পাড়ার সমস্ত মহিলা। তাদের ভয়ে এলাকা ছেড়েছিল গুন্ডারা। দেখিয়ে দিয়েছিল মেয়েরা চাইলে সমস্ত কিছুই করতে পারে। মেয়েদের রাত দখলের মতো একাধিক ক্ষেত্রে মেয়েরা একজোট হলেই হয়ে যেতে পারে মুশকিল আসান। পাড়া থেকে গুন্ডাদের তাড়াতে মেয়েদের উদ্যোগের মূল মুখ ছিল মধুবনী।

আরও পড়ুন : হঠাৎই ফেসবুক থেকে বিদায় শ্রীলেখার! কী এমন হল অভিনেত্রীর?

প্রসঙ্গত, এই ধারাবাহিকের (Bangla Serial) মূল চরিত্র মিহি, মধুবনী ও ঋকদেব। তাদের প্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকে ছোট্ট মিহি কাছে এনেছিল তার মা ও বাবাকে। তাদের বিয়ের দিনই ঋকদেবের বাড়ির লোক জানতে পারে মধুবনীর মেয়ের কথা। তারপরে নানা বাধা পেরিয়ে এক হয় তারা।

Bangla Serial

বিয়ের পর থেকে ভালো, খারাপ মিশিয়ে চলছিল মিহি ও মধুবনীর জীবন। তারপরেই আসে এই ট্র্যাক। দর্শকরা মনে করছেন এই ট্র্যাক ধারাবাহিকে আনার মূল কারনই হল আর জি করের নৃশংস কাণ্ডটি। তার প্রতিবাদেই এবার ধারাবাহিকেও দেখানো হচ্ছে হেনস্থকারীদের শাস্তির দাবী। বাস্তবের সঙ্গে ছাপ রেখেই নিজের গতিতে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর