জন্মাষ্টমীতে ধুন্ধুমার! কুটনি পিপির চক্রান্তে মধুবনী-মিহির মধ্যে দূরত্ব! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলার পর্দায় সম্প্রচারিত চর্চিত ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kache Esechi)। শাশুড়ি-বৌমার কুটকচালি নয়, বরং ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছে এই মেগা। অল্প সময়েই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে মিহি এবং মধুবনী। তবে এবার তাদের মধ্যেই বাড়ছে দূরত্ব!

‘কে প্রথম কাছে এসেছি’র (Ke Prothom Kache Esechi) জন্মাষ্টমী স্পেশ্যাল এপিসোড

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেয়েকে নিয়ে সুখে ছিল মধুবনী। মেয়ের মুখ চেয়ে সে কখনও বিয়েও করতে চায়নি। তবে পরে প্রেম আসে তার জীবনে। অফিসের বস ঋকের সঙ্গে নতুন জীবন শুরু করেছে সে। মধুবনী এবং মিহিকে ভালোবেসে আপন করে নিয়েছে ঋক। এখন যদিও মধুবনীর অতীতের কারণে দু’জনের মধ্যে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করেছে।

আরও পড়ুনঃ ‘তোমাদের রানী’ অতীত! এবার নতুন সিরিয়ালে ফিরছেন ‘রানী’ অভিকা! কোন চ্যানেলে জানেন?

ঋক অতীত নিয়ে মধুবনীকে (Madhubani) প্রচুর প্রশ্ন করলেও সে এই বিষয়ে মুখ খুলতে নারাজ। এদিকে এই সুযোগে আবার ছোট্ট মিহির মনে বিষ ঢোকাতে শুরু করেছে রুমি। যে কারণে নিজের মাকে ভুল বুঝছে মিহি। এমনকি ঋককেও বিশেষ পছন্দ করছে না সে।

Ke Prothom Kache Esechi Madhubani

ধারাবাহিকের (Bengali Serial) আসন্ন পর্বে দেখা যাবে, বাড়িতে জন্মাষ্টমী পুজোর আয়োজন করেছে ঠাম্মি। সেই কারণে মধুবনীকে মিষ্টির অর্ডার দিতে বলেন তিনি। কিন্তু মধুবনীকে বিপাকে ফেলতে ছোট কাকিমা সেই অর্ডার ক্যানসেল করে দেয়। এসবের মাঝে আবার মিহিকে নিয়ে সৌভিকের সঙ্গে ক্যাফেতে দেখা করতে যায় ঋক।

এরপর স্কুল থেকে ফিরে মধুবনীর সঙ্গে রাগারাগি করতে থাকে মিহি। এদিকে রুমির সঙ্গে মেয়ের ভাব দেখে খানিক খটকা লাগে মধুবনীর। এসব চলতে না চলতে সে জানতে পারে মিষ্টির অর্ডার ক্যানসেল করে দেওয়া হয়েছে। সে সঙ্গে সঙ্গেই ঋককে দুধ নিয়ে আসার কথা বলে। মধুবনী কি পারবে একা হাতে সবটা সামাল দিতে? ‘কে প্রথম কাছে এসেছি’র (Ke Prothom Kache Esechi) আসন্ন পর্বেই মিলবে সেই উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর