কয়েক মাসেই শেষ ‘কে প্রথম কাছে এসেছি’, সিরিয়ালের মাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদল ছোট্ট মিহি

বাংলাহান্ট ডেস্ক : শেষ হতে চলেছে ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke Prothom Kachhe Esechhi)। জি বাংলার এই সিরিয়াল শুরু হওয়ার পর মাত্র কয়েক মাসই কেটেছিল। কিন্তু আশানুরূপ টিআরপি না ওঠায় তড়িঘড়ি গল্পে ইতি টানছেন নির্মাতারা। সিঙ্গেল মাদার মধুবনী আর ছোট্ট মিহির গল্প দর্শকদের মন কাড়তে ব্যর্থ হলেও এই কদিনেই কিন্তু সিরিয়ালের সব সদস্যরা পরিবারের মতো হয়ে উঠেছিলেন। বিশেষ করে ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল মধুবনী এবং মিহি ওরফে মোহনা মাইতি এবং ছোট্ট রাধিকা কর্মকারের। কে প্রথম কাছে এসেছির (Ke Prothom Kachhe Esechhi) শেষ দিনে পর্দার মাকে জড়িয়ে ধরে কেঁদে ভাসাল ছোট্ট মিহি।

কে প্রথম কাছে এসেছির (Ke Prothom Kachhe Esechhi) শেষ দিনে মন খারাপের পর্ব

মাত্র কয়েক মাসেই শেষ হচ্ছে কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kachhe Esechhi)। গত ১০ ই সেপ্টেম্বর শেষ শুটিং করেছে সিরিয়ালের টিম। আগামী ২২ শে সেপ্টেম্বর শেষ সম্প্রচারিত হবে এই সিরিয়াল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শেষ দিনের শুটিংয়ে মিহি ওরফে রাধিকার একটি ভিডিও। সেটে কাজের ফাঁকে নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে ভিডিওতে। সেখানেই দেখা গিয়েছে, মধুবনী ওরফে মোহনাকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদছে ছোট্ট রাধিকা। মোহনাও বুকে চেপে ধরে রয়েছেন পর্দার মেয়েকে। তাঁর চোখেও জল।

   

আরো পড়ুন : শয্যাসঙ্গী হতে চান, আমিরকে সটান প্রস্তাব মহিলার, তারপর?

 সিরিয়াল শেষ হওয়ায় হতাশ মোহনা

শেষ দিনের শুটিংয়ে স্বাভাবিক ভাবেই মন ভার সকলের। মোহনা এর আগে বলেছিলেন, সিরিয়াল শেষ হওয়ার খবরে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ভাবতে পারেননি এমনটা হতে পারে। মোহনা বলেন, তাঁর প্রথম সিরিয়াল ‘গৌরী এলো’ খুব হিট হয়েছিল। অনেকদিন ধরে চলেছিল। দ্বিতীয় ধারাবাহিকেও একই রকম সাড়া পাবেন বলে আশা করেছিলেন মোহনা। কিন্তু কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kachhe Esechhi) ব্যর্থ হয়। অভিনেত্রী বলেন, তিনি নিজের মনকে বোঝাচ্ছেন যে যা হয় ভালোর জন্যই হয়। কিন্তু মন মানছে না তবুও।

আরো পড়ুন : লুচি-আলুরদম থেকে পোলাও-মাংস, নিজে হাতে রেঁধে প্রসেনজিৎকে পাত পেড়ে খাওয়াবেন ঋতুপর্ণা

প্রথম সিরিয়াল ছিল মিহির

সিরিয়াল শেষ হচ্ছে সেটা মানতে পারছে না ছোট্ট রাধিকাও। কে প্রথম কাছে এসেছিই (Ke Prothom Kachhe Esechhi) তার প্রথম সিরিয়াল। জি বাংলার দাদাগিরিতেই প্রথম দেখা মিলেছিল রাধিকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য তার ঝালমুড়ি বানানোর স্টাইল দেখে বেশ মজা পেয়েছিলেন দর্শকরা। ছোট থেকেই অবশ্য বেশ ক্যামেরার সামনে সাবলীল রাধিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও বেশ ভাইরাল হয়। বছর চারের রাধিকার আসল বাড়ি দূর্গাপুরে হলেও বর্তমানে কাজের জন্য কলকাতাতেই পরিবারের সঙ্গে থাকে খুদে।

Ke Prothom Kachhe Esechhi

প্রসঙ্গত, আগামী ২৩ শে সেপ্টেম্বর থেকে কে প্রথম কাছে এসেছির (Ke Prothom Kachhe Esechhi) স্লট দখল করছে ‘আনন্দী’। এই নিয়ে দ্বিতীয় বার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়। সাড়ে ছটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর