বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের মধ্যে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথের গুহায় এক ধ্যানমগ্ন ছবি। প্রধানমন্ত্রী ধ্যানের ছবি ভাইরাল হওয়ার পরেই অনেকেরই ইচ্ছা হয়েছে ওরকম কোন গুহায় রাত কাটানোর। শুধু প্রধানমন্ত্রী কেন চাইলেই আপনিও রাত কাটাতে পারবেন এই গুহায় আর খরচ খুবই কম মাত্র ৯৯০ টাকা ১ রাতের জন্য।
এই গুহায় রয়েছে কাঠের দরজা, বিদ্যুৎ, গিজার, টেলিফোন, রুম হিটার, সব রকমের ব্যবস্থা রয়েছে এই ঘরে। এছাড়াও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সুবিধাও রয়েছে।
শৌচালয় থেকে শুরু করে স্নানাগার সব কিছুর ব্যবস্থা রয়েছে এই গুহায়। জি এম ভি এন এর সাইটের মাধ্যমে থাকার জন্য বুকিং করা হয়। তাহলে একবার ঢু মেরে আসবেন নাকি প্রধানমন্ত্রী ধ্যান গুহা থেকে!