বাংলাহান্ট ডেস্ক : এবার বড়সড় ঘোষণা করা হল চার ধামের এক ধাম কেদারনাম। চলতি বছরে কবে থেকে খুলে দেওয়া হবে কেদারনাথের দরজা সেই বিষয়টিও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল। ভক্তদের জন্য কেদারনাথের দরজা ২৫ শে এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকেই খুলে যাবে। এই ব্যাপারে কেদারনাথ মন্দির কমিটির (Kedarnath Temple Committee) চেয়ারম্যান অজেন্দ্র অজয়ের তরফে ইঙ্গিত মিলেছে।
অজেন্দ্র অজয় জানিয়েছেন, ভক্তদের জন্য কেদারনাথের দরজা আগামী ২৫শে এপ্রিল সকাল সাড়ে ছটা থেকে খুলে দেওয়া হবে। ওই দিন ওঁঙ্কারেশ্বর মন্দিরে মহাঅভিষেক পুজো হবে ভোর ৪ টের সময়। সেদিন ভোরেই পালিত হবে সমস্ত ধরনের আচার-অনুষ্ঠান। এর পরই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে দরজা। সকাল আটটার সময় কেদারনাথের কাছে আয়োজিত হবে আরতি।
ভজন-কীর্তন সহযোগে পূজা পাঠ চলবে সারাদিন ধরে। এবার প্রতিদিন সর্বাধিক ১৩ হাজার যাত্রী কেদারনাথ দর্শন করতে পারবেন বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রুদ্রপ্রয়াগ জেলা ম্যাজিস্ট্রেট ময়ূর দীক্ষিত এবং পুলিশ সুপার বিশাখা অশোক ভাদানের মুখে এই কথা উঠে আসে। তীর্থক্ষেত্র ভ্রমণ যেন নির্বিঘ্নে হয়, কোনও দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দেবে প্রশাসন।
এই দীর্ঘ পথে তীর্থযাত্রীদের (pilgrims) সুরক্ষার কথা চিন্তা করে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পায়ে হেঁটে ছাড়াও ভক্তরা চাইলে হেলিকপ্টারের মাধ্যমেও পৌঁছতে পারবেন কেদারনাথ। আইআরসিটিসিকে হেলিকপ্টার বুকিং সংক্রান্ত সকল দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এবারে ইতিমধ্যেই ৬ লক্ষ ৩৪ হাজার পূণ্যার্থী চারধাম যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন।
জেলা শাসক জানিয়েছেন, তীর্থযাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য থাকছে ২২ জন চিকিৎসক। ৩ জন জেনারেল চিকিৎসক থাকবেন এবং দুইজন অস্থিরোগ বিশেষজ্ঞ সার্জন থাকবেন। তীর্থযাত্রার পথে ১২টি মেডিকেল রিলিফ পয়েন্ট থাকছে। দীর্ঘ পথে ছয়টি অ্যাম্বুলেন্সও রাখা হবে।
পুলিশকর্তা বিশাখা অশোক ভাদানে জানিয়েছেন, এই তীর্থযাত্রা পথে থাকবেন ৪৫০ পুলিশ কর্মী।