বাম্পার অফার! খুবই সস্তায় হয়ে যাবে কেদার দর্শন! এই সংস্থার সুযোগ মিস করলেই পস্তাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কেদারনাথ (Kedarnath), নামটা শুনলেই উত্তেজিত হয়ে ওঠে প্রত্যেক ভারতবাসীর মন। শুধু ভক্তি না, কেদারনাথ নামটি সাথে জড়িত পাহাড় প্রেমীদের অ্যাডভেঞ্চারের শক্তি। অনেকেরই স্বপ্ন থাকে কেদারনাথ যাত্রার। তবে সেই স্বপ্ন অনেক সময় অধরা থেকে যায় টাকার কথা চিন্তা করে। তবে একটি ভ্রমণ সংস্থা জলের দরে কেদারনাথ ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে।

কেদারনাথ (Kedarnath) ভ্রমণের দুর্দান্ত সুযোগ

যাদের বাজেট কম তারা অনায়াসে এই ভ্রমণ সংস্থার সাথে গ্রুপ ট্যুরে ঘুরে আসতে পারেন কেদারনাথ (Kedarnath)। শ্রী কেদার যাত্রা (SKY) নামক ভ্রমণ সংস্থাটি অত্যন্ত সস্তায় কেদারনাথ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে পর্যটকদের। বরফঘেরা পাহাড়ের মাঝে ট্রেকিং করার স্বপ্ন যারা দেখেন তাদের জন্যই এই সুযোগ। সামান্য কিছু টাকার বিনিময়ে শ্রী কেদার যাত্রা নামক ভ্রমণ সংস্থাটি সুযোগ করে দিচ্ছে এক অভাবনীয় অ্যাডভেঞ্চারের।

know the story of Kedarnath Temple

৫ রাত ৬ দিনের দেরাদুন টু দেরাদুন ভ্রমণ (Tour) প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে যাতায়াতের খরচ, খাবার, ট্রেকিং গাইডের খরচ, ট্রেকিং পারমিটস ও অনুমতির খরচ, ক্যাম্পিংয়ের যাবতীয় খরচ, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্লিপিং টেন্ট, ডাইনিং টেন্ট, কিচেন টেন্ট, টয়লেট টেন্ট। এছাড়াও সংস্থার পক্ষ থেকে পর্যটকদের দেওয়া হবে স্লিপিং ম্যাট্রেস, স্লিপিং ব্যাগ ও স্লিপিং লাইনার।

আরোও পড়ুন : অস্ত্রোপচারের লাইভ সম্প্রচার! জনস্বার্থ মামলা হতেই সুপ্রিম কোর্ট বলল…

৫ রাত ৬ দিনের এই ট্যুর প্যাকেজের (Package) দাম পড়ছে মাথাপিছু মাত্র ৫৫০০ টাকা। আগে থেকে বুকিং করলে রয়েছে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের অফার। যারা সস্তায় কেদারনাথ ভ্রমণ করতে চান তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এই ট্যুর প্যাকেজ। বুকিংয়ের জন্য ফোন করতে পারেন  +91 85350 30909 নম্বরে।

ভিজিট করতে পারেন সংস্থার ওয়েবসাইটে: https://shreekedaryatra.com/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0Bx0c34nZqW-VfV1CG94DWvmZGK94HQjdFDjkxQnNwIz_TQq-34176byg_aem_jkCAEW7Ggri9p1rPINmm2w । মাথায় রাখবেন, এই প্রতিবেদনে দেওয়া তথ্য সংস্থার ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রাপ্ত। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে ভালো করে যাচাই করে নেবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X