৯৯ লক্ষ টাকা বিদ্যুতের বিল ধরাল বেসরকারি সংস্থা! বিশাল অঙ্ক দেখে অসুস্থ হয়ে পড়লেন গ্রাহক

শীত শেষে গরম পড়তে চলেছে। এবং গ্রীষ্মকাল এলেই প্রত্যেকের বাড়িতে ফ্যান, এসি এবং অন্যান্য কারণে বিদ্যুতের বিল যে হু-হু করে বাড়ে তা আর বলে দিতে হয় না। ফলে বছরের অন্যান্য সময়ের থেকে এই সময় তুলনামূলকভাবে বিদ্যুৎ এর পিছনে সকল মানুষের টাকা খসে বেশি। কিন্তু যদি মাসের শেষে বিলের পরিমান এক কোটি টাকা ছুঁইছুঁই হয়, তবে চোখ কপালে উঠতে বাধ্য!

এমন এক ঘটনা ঘটেছে রাজস্থানে। সূত্রের খবর, রাজস্থানের কোটা এলাকায় মহেন্দ্র সুমন নামে এক ব্যক্তির বাড়িতে মাস শেষে বিদ্যুতের বিল এসে পৌঁছায় এবং সেই বিলের অংক দেখে অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। বাড়িতে এসে পৌঁছলে বাড়ির সদস্যরা সেই বিলটি সুমনের হাতে তুলে দেয় এবং কাগজটি খুলতেই তার চোখে পড়ে সব মিলিয়ে 99 লাখ 27হাজার 102 টাকা (Indian Rupee) বিল এসেছে। এক কথায় বললে প্রায় এক কোটি টাকার সামিল। ফলে স্বভাবতই পায়ের নিচ থেকে মাটি সরে যায় মহেন্দ্রর।

2011 সালে পায়ের সমস্যা হওয়ার পর বাড়িতে একমাত্র রোজগার করা ব্যক্তিটির নাম মহেন্দ্র সুমন। ফলে Kota Electricity Distribution Limited দ্বারা পাঠানো এই বিল কিভাবে শোধ করবে, তা নিয়ে চিন্তায় অসুস্থ হয়ে পড়ে সে। তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে নিয়ে KEDL এর কল সেন্টারে ফোন করে অভিযোগ জানায় ওই ব্যক্তি। তাদের জানানো হয়, বিদ্যুতের বিলের ইউনিট এর পরিমান 1,16,7890 ইউনিট, যা এককথায় অকল্পনীয়। কিন্তু কল সেন্টারে থাকা সংস্থার লোকজন তার সেই কথা শুনতে নারাজ হয় এবং যে করেই হোক বিদ্যুতের বিল মেটানোর নির্দেশ দেয়।

bill

এ ঘটনা অবশ্য নতুন নয়। এর পূর্বেও উক্ত বিদ্যুৎ সংস্থার দ্বারা একাধিক ব্যক্তির বাড়িতে এহেন অকল্পনীয় বিদ্যুতের বিল পাঠানোর অভিযোগ রয়েছে। এবং পরবর্তীকালে সেই অভিযোগ নিয়ে তাদের ফোন করা হলেও তারা হয় ফোন তুলতে চায় না কিংবা তুললেও কোন অভিযোগে কর্ণপাত করতে নারাজ হয়। এর ফলে এলাকার লোকজন এর বিপক্ষে আন্দোলনে নামে এবং তাদের শহর ত্যাগ করাতে একজোট হয়। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এবং বর্তমানে এই কাণ্ড যে উক্ত সংস্থাটির গাফিলতির আর একটি জলজ্যান্ত উদাহরণ তুলে ধরল তা বলা যায়।

Sayan Das

সম্পর্কিত খবর