বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই নিজেদের গন্তব্যে পৌঁছে যান। পাশাপাশি, দূরপাল্লার সফরের ক্ষেত্রেও এই গণপরিবহণের জুড়ি মেলা ভার। এমনকি, ট্রেনে সফরের ক্ষেত্রে খরচের পরিমানও অনেকটাই কম হয়। আর সেই কারণেই যাত্রীরা রেলপথের ওপরে আরও ভরসা করেন। এদিকে, অনেকেই আবার ট্রেনের AC কোচে সফর করতেই পছন্দ করেন। তবে, এবার AC কোচে সফর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম সামনে এসেছে। যেটি যাত্রীদের অবশ্যই জেনে রাখা উচিত।
মূলত, AC কোচে যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। যদিও, রেল লক্ষ্য করেছে যে প্রায়শই যাত্রীরা ভ্রমণের পরে এই জিনিসগুলি নিজেদের সাথে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। মূলত, ওই জিনিসগুলি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে রেলের তরফে সরবরাহ করা হয়। কিন্তু, কিছুজন সেগুলিকেই বাড়িতে নিয়ে চলে যান।
প্রথমবারে এক বছরের জেল: তবে, কোনো যাত্রী এই কাজ করতে গিয়ে ধরা পড়লে সেক্ষেত্রে তাঁর শাস্তির বিষয়টিও সামনে এসেছে। রেলের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীর সরাসরি জেল হতে পারে বা জরিমানাও করা হতে পারে। মূলত, Railway Property Act ১৯৬৬, অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিসপত্র চুরি করেন বা নিয়ে চলে যান তাহলে প্রথমবার এক বছরের জেল বা এক হাজার টাকা জরিমানা হতে পারে। এমনকি, দ্বিতীয়বার ফের এই কাজ করতে গিয়ে ধরা পড়লে দু,বছরের জেল ও দু’হাজার টাকার জরিমানা হতে পারে।
রেলের তরফে জারি করা হয় রিপোর্ট: এমনকি, কোনো ব্যক্তি বারবার এই কাজ করলে তাঁর জরিমানাসহ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়। এই প্রসঙ্গে রেলের বিভিন্ন জোনের তরফে রিপোর্ট জারি করা হয়।
ওই রিপোর্টে জানানো হয়, ট্রেনের যাত্রীরা সফর শেষ হওয়ার পর কিভাবে তাঁদের সঙ্গে অবলীলায় ট্রেনে রাখা চাদর, তোয়ালে ইত্যাদি নিয়ে চলে যান। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেউ যদি এইভাবে রেলের সম্পত্তির সাথে কোনোরকমের গোলমাল করে থাকেন সেক্ষেত্রে তিনি গুরুতর শাস্তি পেতে পারেন।