৯৯ শতাংশ যাত্রীই জানেন না! ট্রেনে সফরের আগে অবশ্যই মনে রাখুন এই নিয়মগুলি, উপেক্ষা করলেই হবে জেল

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ (Indian Railways)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে পৌঁছে যান নিজেদের গন্তব্যে। শুধু তাই নয়, দূরের কোনও সফর হোক কিংবা কাছের কোনও গন্তব্য প্রতিটি ক্ষেত্রেই সফরের জন্য রেলপথের জুড়ি মেলা ভার।

ট্রেনে (Indian Railways) সফরের আগে মাথায় রাখুন এই নিয়মগুলি:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ট্রেনে (Indian Railways) চেপে যাতায়াতের ক্ষেত্রে খরচের পরিমাণও তুলনামূলক কম হওয়ায় যাত্রীরা রেলপথকেই বেশি প্রাধান্য দেন। তবে, ট্রেনে সফরের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মেনে চলতে হয় কিছু নিয়মও। যেগুলি অমান্য করলে নেওয়া হয় উপযুক্ত ব্যবস্থা। এমনকি, যেতে হতে পারে জেল পর্যন্ত। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই কিছু নিয়মের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেগুলি যাত্রীদের অবশ্যই মেনে চলার প্রয়োজন। নাহলেই তাঁরা বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

Keep these rules in mind before traveling to Indian Railways.

১. অযথা কোলাহল করবেন না: ট্রেনে (Indian Railways) সফরের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। অযথা কোলাহল করা কিংবা জোরে জোরে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি অন্যান্য যাত্রীদের যাতে অসুবিধে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

২. জানালার বাইরে হাত রাখবেন না: চলন্ত ট্রেনের জানালার বাইরে হাত রাখা খুবই বিপজ্জনক। এর কারণে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই, চলন্ত ট্রেনে কখনোই জানালার বাইরে হাত রাখবেন না।

আরও পড়ুন: “এই বছরে আমি….”, নতুন বছরে চরম ব্যস্ত থাকবেন গুকেশ, নির্ধারণ করে ফেললেন “টার্গেট”

৩. রিজার্ভেশন: আপনার যদি সংরক্ষিত আসন থাকে সেক্ষেত্রে কেবল সেই আসনেই বসুন। কখনোই ট্রেনে (Indian Railways) অন্য কারো সিটে গিয়ে বসবেন না। এর ফলে আপনার জরিমানা হতে পারে।

৪. মদ্যপান করা: ট্রেনে মদ্যপান করার বিষয়টি সম্পূর্ণ বেআইনি। কারণ এর ফলে অন্যান্য যাত্রীদের সমস্যা হতে পারে। তাই, ট্রেনে কোনও যাত্রী মদ্যপান করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে।

আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফিতে শোচনীয় হার! ভারতের ব্যাটারদের ধুয়ে দিলেন সৌরভ, স্পষ্ট জানালেন…..

৫. ধূমপান: মদ্যপানের পাশাপাশি ট্রেনে (Indian Railways) ধূমপানও কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনও যাত্রী এটি করেন সেক্ষেত্রে তাঁকে বড় জরিমানার সম্মুখীন হতে হবে। এমনকি তাঁর কারাদণ্ডের সাজাও হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর