বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব।
আমরা অনেকেই প্রচুর কায়িক ও মানসিক শ্রমিক করি কিন্তু অর্থক্ষেত্রে সমৃদ্ধি আসে না বা অর্থাগম হলেও তা ধরে রাখতে পারি না। জ্যোতিষ মতে প্রতি শুক্রবার কিছু সাধারন নিয়ম মেনে চললে আর্থিক ভাবে আপনি লাভবান হতে পারেন । জেনে নিন সেই সাধারন নিয়মগুলির একটি ।পর পর চার শুক্রবার এই নিয়ম পালন করতে হবে।
- একটি ছোট মাটির কলসিতে এক ঘটি মতো জল ঢালুন।
- তার মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন।
- কলসিটি বাড়ির সদর দরজার সামনে একটি নিরাপদ জায়গায় রাখুন যাতে ভেঙে না যায়।
- সন্ধ্যেবেলা সূর্যাস্তের আগে কলসিতে রাখা জল বাড়ি থেকে দূরে কোনও একটি গাছের গোড়ায় ঢেলে দিন।
- খেয়াল রাখবেন, গাছের গোড়ায় জল ঢালার সময়ে যাতে তা কোনওভাবে পায়ে না লাগে।
- মাটির ওই কলসিটি কোনও দুঃস্থকে দান করে দিন।
- বাড়ি ফিরে পরিষ্কার জলে হাত-মুখ ধুয়ে ফেলুন
পর পর চারটি শুক্রবার এই নিয়ম পালন করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে ফিরবে আর্থিক ভাগ্য। …