বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট এই মুহূর্তে বিশেষ অর্থ সীমিত ওভারে বহু ব্যাটসম্যানের ত্রাস জসপ্রীত বুমরাহ। বিশেষত তার ইয়র্কার ডেলিভারিকে রীতিমত সমীহ করে চলেন বড় বড় ব্যাটসম্যানরাও। কিন্তু বিশ্ব ক্রিকেটে বুমরাহের থেকেও বড় ত্রাস এক জোরে বোলার এবার আর খেলবেননা বিশ্বকাপে। কারণ তার দলের নির্বাচকরা তাকে ব্রাত্য করে দিয়েছেন। কার্যত সেই ক্ষোভ থেকেই বিশ্বকাপের ঠিক এক মাস আগে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরও নিয়ে নেন তিনি।
শ্রীলংকার এই ভয়ঙ্কর বোলারের নাম লাসিথ মালিঙ্গা। সারা বিশ্বজুড়ে যার ইয়র্কার রীতিমত ভয় ধরিয়ে দিয়েছিল ব্যাটসম্যানদের মধ্যে। আইপিএল থেকে শুরু করে সারা বিশ্বের প্রায় ২৯ টি টি-টোয়েন্টি লীগে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ১৭০ উইকেট শিকার করে আইপিএলের শ্রেষ্ঠ উইকেট শিকারী তো বটেই এছাড়া মোট ২৯৫ টি ম্যাচে ৩৯০ টি উইকেট সংগ্রহ করেছিলেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে কার্যত তিনি এক বিরল প্রতিভা। তার অনন্য বোলিং অ্যাকশনের মতোই তিনিও অনন্য।
শুধু টি-টোয়েন্টি ক্রিকেট নয়, একদিনের ম্যাচেও একাধিক বিরল রেকর্ড রয়েছে তার। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি তিন তিনবার হ্যাটট্রিক করেছেন ওয়ানডে ক্রিকেটে। শুধু তাই নয় বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪ বলে ৪ উইকেট সংগ্রহ করে যে অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি তাই এখনও ভাঙতে পারেনি কেউই। এছাড়া অধিনায়ক হিসেবেও দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি।
এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়ের না থাকা কতখানি প্রভাব ফেলবে শ্রীলংকার দলে সেটাই এখন দেখার। কারণ কার্যত একদিক থেকে শ্রীলংকার দল তরুণদের নিয়েই গড়া। আর তাই সেখানে অভিজ্ঞতার অভাব স্পষ্ট। এমতাবস্থায় আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার থাকলে হয়তবা অনেকটাই সাহায্য হতে পারতো শ্রীলংকার। যদিও প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ক্রিকেটের বাইরে ছিলেন।