বাংলা হান্ট ডেস্কঃ কৃষি আইনের বিরোধিতায় দিল্লীর কয়েকটি বর্ডারে প্রদর্শন করা কৃষকদের আন্দোলনের আজ ৩৪ তম দিন। নানান সমস্যা পরেও কৃষকরা নিজেদের দাবি পূরণ করা বাদ দিয়ে সেখান থেকে নড়বে না বলে জানিয়ে দিয়েছে। একদিকে সরকার কৃষকদের সাথে হওয়া বৈঠকের তারিখ যেমন আগামীকাল ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে, তেমনই আরেকদিকে সমাজসেবী আন্না হাজারে সরকারকে চিঠি লিখে বলেছে যে, যদি কৃষকদের দাবি পূরণ না করা হয়, তাহলে তিনি জানুয়ারি মাস থেকে শেষ বারের মত অনশনে বসবেন।
এরমধ্যে দিল্লীর কেজরীবার সরকার কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে। দিল্লী সরকার সিঙ্ঘু বর্ডারে আন্দোলনে বসা কৃষকদের ওয়াই-ফাই বন্দোবস্ত করার ঘোষণা করেছে। সরকার ১০০ মিটারের মধ্যে ওয়াই-ফাই হটস্পট লাগানোর কথা জানিয়েছে।