শপথ মঞ্চে নাম না করে মমতাকে বেনজির কটাক্ষ কেজরিবালের

Published On:

বাংলাহানট ডেস্কঃ রাজনীতির ময়দানে দুই আঞ্চলিক দলের নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিবালের  সখ্যতা বরাবরেরই। কেন্দ্র বিরোধী রাজনীতির সূত্র ধরেই এক মেরুতে অবস্থান করছেন তারা। প্রসঙ্গত, দিল্লী বিধান সভায় জয় নিশ্চিত হতেই মমতা ব্যানার্জীকে ফোন করেছিলেন অরবিন্দ কেজরিবাল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজের কাজের খতিয়ান দিতে গিয়ে সেই মমতা ব্যানার্জীকেই নাম না করে বিধলেন অরবিন্দ কেজরিবাল। তিনি বলেন“অনেক রাজ্য বিদ্যুতের দাম 75 থেকে 100 ইউনিট করে কমিয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। এটাই দিল্লি মডেলের বিশেষত্ব। গোটা দেশ দিল্লির স্বাস্থ্য, শিক্ষা মডেলের দিকে তাকিয়ে আছে।”উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সেই অরবিন্দ কেজরিওয়ালের ফর্মুলা মোতাবেক বাংলায় 75 ইউনিট বিদ্যুতের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করে মা-মাটি-মানুষের সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় বার বার একটি প্রচলিত প্রবাদ দাবি করেন, সেটি হল আজ বাংলা যা ভাবে গোটা দেশ কাল সেই পথে চলে। এবার দিল্লী মডেল ফলো করার কথা বলে সেই বক্তব্যের প্রতি কটাক্ষ ছুঁড়ে দিলেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। যদিও দিল্লীর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই জনমুখী পদক্ষেপ করে আসছেন। এটা নতুন কিছু নয়।”

সম্প্রতি দিল্লিতে তৃতীয়বারের জন্য জয়যুক্ত হয়েছে আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিবাল। দিল্লিতে বিজেপি পর্যদুস্ত হওয়ার পর রীতিমত উজ্জীবিত হয়ে বাংলা থেকে সেই অরবিন্দ কেজরিওয়ালকে  শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা বিরোধী জোটকে অনেকটাই শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর

X