কেজরিবালের দল ধরল বড় বাজি, যোগী আদিত্যনাথের বিপক্ষে এই নেতাকে করা হল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

উত্তর প্রদেশের (uttar Pradesh) রাজনীতিতে পা রেখেই দিল্লির আম আদমি পার্টির (aam aadmi party) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল (arvind kejriwal) একটি বড় বাজি খেললেন। ২০২২ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হল ।

বৃহস্পতিবার আম আদমি পার্টি সাংবাদিক সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী পদে আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং এর নাম ঘোষণা করা হয়েছে। তিনিই হতে চলেছেন উত্তর প্রদেশের বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর বিপক্ষে আপের মুুখ

images 2020 12 19T093232.365

আপের রাজ্য সেক্রেটারি মীনাক্ষী শ্রীবাস্তব এবং জেলা সভাপতি ভূপেন্দ্র যাদৌন জানিয়েছেন শ্রমিকরা সঞ্জয় সিংকে মুখ্যমন্ত্রীর মুখ করার দাবিও করেছেন। বিদ্যুৎ, জল, স্বাস্থ্য ও শিক্ষার ইস্যুতে উত্তর প্রদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে আপ।

আম আদমি পার্টির প্রধান মুখ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার ঘোষণা করেন ২০২২ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন লড়বেন। তিনি বলেন, আম আদমি পার্টি তিনি দলটি গঠন করেছিলেন ৮ বছর আগে গণআন্দোলনের মধ্য দিয়ে। ইতিমধ্যেই তিনবার আপ দিল্লিতে সফল সরকার গঠন করেছে । এ ছাড়াও তাঁর দল পাঞ্জাবের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছিল।

জানিয়ে রাখি, দিল্লির করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য উত্তর প্রদেশ ও বিহারের মানুষদের দায়ী করেছিলেন সঞ্জয় সিং। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান উলটে করোনা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

 

 


সম্পর্কিত খবর