ভারতের মানচিত্র থেকে কাশ্মীরকে বাদ দিল কেজরিওয়ালের পার্টি, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। কিন্তু পাশে দাঁড়াতে গিয়ে আবার তাঁর এক অপ্রীতিকর ব্যবহারে কৃষকদের কড়া সমালোচনার মুখেও পড়তে হল অরবিন্দ কেজরিওয়ালকে। কৃষি বিলের প্রতিবাদে ভারত জুড়ে কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেই চলেছেন। কেন্দ্রের সঙ্গে বৈঠকেও কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার যাচ্ছে না। কৃষকদের দাবি, পরিবর্তীত নয়, সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এই তিনটি কৃষি বিল।

ভারতের বিতর্কিত মানচিত্র
বিষয়টা হল, কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে আম আদমি পার্টি পাঞ্জাব নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভারতের একটি মানচিত্র প্রকাশ করে। কিন্তু সেখানে কাশ্মীরকে দেখনো হয়নি। অর্থাৎ, আম আদমি পার্টি পাঞ্জাব ভারত থেকে কাশ্মীরকে বাদ দিয়ে ভারতের একটি বিতর্কিত মানচিত্র পেশ করে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আক্রমণ করলেন মনজিন্দর সিংহ সিরসা
প্রাক্তন বিধায়ক ও আকালি দলের নেতা মনজিন্দর সিংহ সিরসা (Manjinder Singh Sirsa) সেই পোস্টের স্ক্রিনশট করে নিজের ট্যুইটার হ্যাণ্ডেল থেকে পোস্ট করে লেখেন, ‘কৃষক আন্দোলনকে দেশদ্রোহীতার রং লাগাতে চাইছে আম আদমি পার্টি। ভারতের মানচিত্র থেকে কাশ্মীরকে বাদ দিয়ে মানচিত্র পোস্ট করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। অরবিন্দ কেজরিওয়ালজি, কৃষক আন্দোলনকে কেন্দ্র করে দয়া করে দেশকে নিচু করবেন না’।

প্রসঙ্গত, পূর্বেও দিল্লীতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন পৌরসভার কাউন্সিলররা। তাদের দাবি ছিল, আগে তাদের পাওনা ১৩ হাজার কোটি টাকার বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সেদিকে দৃষ্টিপাত না করেই মুখ ঘুরিয়ে কৃষকদের সমর্থন করতে চলেগিয়েছিলেন। সেই বিষয়ে আবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেজরিওয়াল সরকারকে।


Smita Hari

সম্পর্কিত খবর