রোহিত-বিরাটের জন্য সমস্যা তৈরি করবেন তিন বছর পর ক্যারিবিয়ান দলে ফেরা এই বোলার

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে সিরিজের পর ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ক্যারিবিয়ানরাও সেই ৩ ম্যাচের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের দল ঘোষণা করে দিয়েছে। একদিকে যখন অনেকদিনের পর একসঙ্গে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে, তেমনিই অপরদিকে ৩ বছর পর, ওয়েস্ট ইন্ডিজ দল এমন একজন ক্রিকেটারকে একদিনের দলের অন্তর্ভুক্ত করেছে, যিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারেন।

ওয়েস্ট ইন্ডিজ দলের অভিজ্ঞ ও গতিশীল পেসার কেমার রোচ ভারতের বিপক্ষে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ওডিআই ক্রিকেট স্কোয়াডের অন্তর্ভুক্ত হয়েছেন। কেমার রোচ ২০১৮ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন, তারপরে তিনি জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠে নামেননি। ৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরেছেন সেই অভিজ্ঞ তারকা।

kemar roach

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস এক বিবৃতিতে বলেছেন, “কেমার রোচ আমাদের অন্যতম প্রধান ফাস্ট বোলার। আমরা মনে করি, নতুন বলে উইকেট নেওয়ার জন্য আমাদের এমন বোলার দরকার। একইসঙ্গে, বোনারের মতো ক্রিকেটারদের ৫০ ওভারের ফরম্যাটে খেলার সুযোগ দেওয়া উচিত।’ এই সিরিজটি আইসিসি ওয়ান ডে সুপার লিগের অংশ এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি যোগ্যতা অর্জনের জন্য পয়েন্ট নিয়ে শীর্ষ সাতে থাকার চেষ্টা করবে ২০২৩ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য।

ক্যারিবিয়ান স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, অ্যান বোনার, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিয়ন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।


Reetabrata Deb

সম্পর্কিত খবর