চীনকে বড় ঝটকা দিল কেনিয়া, ড্রাগনকে দেওয়া বিলিয়ন টাকার প্রোজেক্ট করল বাতিল

বাংলাহান্ট ডেস্কঃ ড্রাগন সমগ্র বিশ্বের উপর দাদাগিরি দেখিয়ে আসছে। চীনের (China) কুকর্মের জেরে অতিষ্ট হয়ে আমেরিকা, ব্রিটেন, ভারত, তাইওয়ান, জাপান, অস্ট্রেলিয়ার পর কেনিয়া (Kenya) দিল চীনকে হুঁশিয়ারি। অন্যদেশের উপর অন্যায় ভাবে হামলা চালানোর ফল এবার ভুগতে চলেছে জিনপিং (Xi JInping) সরকার।

বেআইনিভাবে অন্যদেশের সীমান্ত এলাকায় জমি দখল করার পাল্টা দিতে চীনের সঙ্গে পূর্বেকার রেলওয়ে প্রোজেক্ট বাতিল করার সিদ্ধান্ত নিল কেনিয়া। কয়েক বিলিয়ন অর্থের ক্ষতির মুখোমুখী এখন চীন সরকার। ভারতের সাথে শত্রুতার দিতে হচ্ছে দাম।

china kenya guard

চীন কেনিয়া বিরোধ
সূত্র মারফত জানা যায়, কেনিয়ার আদালত চীনের সঙ্গে চুক্তি বদ্ধ হওয়া এই রেল প্রোজেক্টের (CRBC) বিষয়ে খতিয়ে দেখতে শুরু করে। তারা দেখেন চীনের সঙ্গে করা এই প্রোজেক্ট সম্পূর্ণ বেআইনি। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানিকে হুঁশিয়ারিও দিয়েছে। কেনিয়ার আদালতের বিচারপতিরা জানিয়েছেন, কেনিয়া এবং চীনের দ্বারা নির্মিত এই রেল প্রোজেক্টের মাধ্যমে চীন অর্থের লোভ দেখিয়ে কেনিয়ার সংবিধান উলঙ্ঘিত করেছে।

পাশপাশি তারা আরও জানিয়েছে, রেল একটি সার্বজনিক সম্পত্তি। যেখানে প্রতিটি বিষয় নিরপেক্ষ, সর্বজনসিদ্ধ এবং পারদর্শিতার সাথে হওয়া উচিত। কিন্তু এই ক্ষেত্রে সঠিকভাবে পর্যালোচনা না করেই একটি চীনের কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যা সম্পূর্ণ ভুল।

1200x 1

চীনকে জোর ঝটকা দিল কেনিয়া
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ছলনা করে আফ্রিকার সাথে বৈঠক করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে কেনিয়ার সাথে এই রেল লাইন নির্মাণের স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমানে জিনপিংকে কেনিয়ার আদালত এক বড় ঝটকা দিল। গত ২০১৭ সালে হওয়া চুক্তিপত্র বাতিল করল কেনিয়ার আদালত। কিন্তু এই কাজের জন্য চীনের থেকে ৩.২ বিলিয়ন অর্থ ঋণ নিয়েছিল কেনিয়ার সরকার। সেই সময় চীনের ধোঁকাবাজির কোনোরকম আঁচ করতে পারেনি কেনিয়া। কিন্তু যখনই তারা চীনের আসল রূপ সম্বন্ধে জানতে পারল, চীনকে দিল জোর ঝটকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর