DYFI এর সভাপতি মহম্মদ রিয়াসের সাথে বিয়ে সারলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা, দেখুন ছবি

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। দিনদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু তার মাঝেও স্বস্তির আলো দেখেছিল কেরল সরকার। গত ৩০ শে জানুয়ারি থেকে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে কেরল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ও রাজ্যে স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজার করোনা নিয়ে প্রতিটি পদক্ষেপে খুশী সবাই,পশাপাশি  প্রশংসিত হয়েছে বিরোধী রাজনৈতিক দলের কাছেও।

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়ের বিয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে সেখানেও তীক্ষ্ণ নজর রেখেছিলেন করোনা স্বাস্থ্য বিধির ওপর। পরিবারের নিকট সদস্যদের উপস্থিতিতে কেরলের মুখ্যমন্ত্রী তার মেয়ের বিয়ে দিলেন ডি ওয়াই এফ আই এর জাতীয় সম্পাদক পিএফ মোহাম্মদ রিয়াজের সঙ্গে। নিবাস ক্লিপ হাউস তাদের বিয়ের আয়োজন অনুস্থিত হয়েছিল। সেখানেই বসে ছিলেন বিয়ের সাদামাটা অনুষ্ঠান। হলুদ শাড়ি আর গয়না সেজে উঠেছিলেন টি ভিনা। আর পাত্রের পরনের পোশাক ছিল কেরলেরই পোশাক।

snn j 1

পরিবারের সদস্য ছাড়া বাইরের অতিথি উপস্থিত ছিলেন রাজ্য শিল্পমন্ত্রী, ডিওয়াইএফআই -এর এক নেতা। সব মিলিয়ে মাত্র ৫০ জন অতিথি ছিলেন এই বিয়েতে।  খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করেই দেওয়া হয়েছিল বিয়ে।

jo

পাত্র টেকনিশিয়ান ম্যানেজিং ডিরেক্টর, রাজনৈতিক ব্যক্তিত্ব সংগঠনের সদস্য হিসেবে জীবন শুরু করেছিলেন। বর্তমানে তিনি ডি ওয়াই এফ আই এর নেতা কমিটির সদস্য। তবে, ২০০৯ সালে সাধারণ নির্বাচনে আসন থেকে হেরে গিয়েছিলেন তিনি। এদিন সন্ধ্যাবেলায় নবদম্পতি তাঁদের বাড়ি কোজখউত্তমে চলে যাবে। ভিনা ও রিয়াস দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

সম্পর্কিত খবর