বাংলাহান্ট ডেস্কঃ দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরল। ১৪০টি বিধানসভা আসন বিশিষ্ট কেরলে ২০১৬ সালে বাম নেতৃত্বাধীন LDF পেয়েছিল ৯১টি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন UDF পেয়েছিল মাত্র ৪৭টি আসন। সেখানে প্রতি পাঁচ বছর অন্তর একবার বাম এবং একবার কংগ্রেস ক্ষমতায় এসে। তবে এবারের নির্বাচনে নজির সৃষ্টির পথে কেরল!
বুথ ফেরত সমীক্ষায় সেখানে ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত বিজয়ন সরকারের। চার দশকের প্রথার অবসান ঘটিয়ে এই প্রথম এমন ইঙ্গিত মিলল সেখানে। এমনকি সেখানে এবারও দাগ কাটতে পারছে না BJP।
১৪০ আসন সংখ্যা বিশিষ্ট কেরলে মসনদে বসতে গেলে প্রয়োজন ৭১টি আসন। একুশের লড়াইয়ের ভোট পর্বের পর আজ চলছে ভোটগণনা (Kerala Election Result)। সেখানে বুথ ফেরত সমীক্ষার দিকেই ইঙ্গিত মিলছে। অর্থাৎ এগিয়ে বাম নেতৃত্বাধীন LDF। শুরুতে পোস্টাল ব্যালটে ভোটগণনায় কাঁটার টক্কর লক্ষ্য করা গিয়েছিল সেখানে। ৫-৫ এগিয়ে ছিল LDF-UDF।
তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কেরলে এগিয়ে এলডিএফ। প্রাথমিক ট্রেন্ডেই সেখানে ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বাম শিবির। ৮৯টি অসনে এগিয়ে LDF এবং কংগ্রেস নেতৃত্বাধীন UDF এগিয়ে মাত্র ৪৭টি আসনে।