বাংলা হান্ট ডেস্ক: সমুদ্রের তলায় লুকিয়ে রয়েছে এক অজানা জগৎ। আর সেখান থেকেই মাঝে মাঝে এমন জিনিস পাওয়া যায় যা রীতিমতো হুঁশ উড়িয়ে দেয় সকলের। সেই রেশ বজায় রেখেই এবার কেরালার কয়েকজন জেলে সমুদ্র থেকে পেয়েছিলেন এক বহুমূল্য সম্পদ। জানা গিয়েছে যে, ওই জেলেরা ভিজিনজামের (Vizhinjam) কাছ থেকে অ্যাম্বারগ্রিস (Ambergris) বা তিমির বমি (Vomit Of Whale) খুঁজে পেয়েছিলেন। যার বাজারদর ছিল প্রায় আঠাশ কোটি টাকা। এমতাবস্থায়, ওই জেলেদের কাছে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও তাঁরা এই সম্পদ তুলে দিয়েছেন সরকারি কর্তৃপক্ষের কাছে।
মোট ২৮ কেজি তিমির বমি পাওয়া গিয়েছে: এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, জেলেরা সমুদ্র থেকে ২৮.৪ কেজির তিমির বমি খুঁজে পেয়েছিলেন। গত শুক্রবার জেলেরা তিমির ওই বমি দেখতে পান। এমতাবস্থায়, জেলেরা তিমির বমিটি উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি, গত শনিবার পুলিশ পিটিআইকে জানিয়েছে যে, তারা বন বিভাগকে পুরো বিষয়টি অবহিত করেছে এবং তিমির বমিটি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এমতাবস্থায়, রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজিতে তিমির বমিটি জমা দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। ইতিমধ্যেই ওই বমিটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে
কেন ওই জেলেরা কোটিপতি হতে পারলেন না? এদিকে, ২৮ কোটি টাকা মূল্যের তিমি বমি পাওয়া সত্ত্বেও কেরালার জেলেরা করতালি এবং বাহবা ছাড়া আর কিছুই পাননি। কিন্তু, এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? মূলত, স্পার্ম তিমিকে (Sperm Whale) বন্যপ্রাণী সুরক্ষা আইনে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। এমতাবস্থায়, ভারতে তিমির বমি বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে।
Group of fisher-folks in Kerala had reportedly found Ambergris or Whale Vomit worth ₹28 crore from Vizhinjam and handed it over to the local authorities. https://t.co/SjHixi6Uya
— Mint (@livemint) July 24, 2022
পারফিউম থেকে শুরু করে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়: জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক বাজারে এক কেজি তিমির বমির দাম প্রায় এক কোটি টাকা। এমতাবস্থায়, Sperm Whale-এর বমি পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়। মূলত, হাজার হাজার বছর ধরে এটি পারফিউমে ব্যবহৃত হয়ে আসছে। অপরদিকে চিনে আবার, তিমির বমিকে যৌন উত্তেজনা বর্ধক হিসেবে ব্যবহার করা হয়।