নজির গড়ল কেরল, IRCTC-এর সহায়তায় শ্রমিকদের বাড়ি ফেরানোর সাথে সাথে দেওয়া হচ্ছে গোটা রাস্তার খাবার

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। আর এই অনুমতির পর কেরল (Kerala) থেকে প্রায় ৭ হাজার শ্রমিক বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গে নিজ বাড়িতে ফেরত আসছে। কেরলের তিরুবনন্তপুরমে সরকার এবং প্রশাসনের তরফ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সম্পূর্ণ সতর্কতা পালন করা হচ্ছে। শ্রমিকদের বাসে করে রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও দুবার করে তাদের মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে।

জেলার জেলাশাসক গোপালকৃষ্ণণ জানান, সমস্ত শ্রমিকদের তিনটি করে মাস্ক, সাবান আর খাওয়ারের প্যাকেট দেওয়া হচ্ছে। এছাড়াও IRCTC এর তরফ থেকে এদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এরজন্য কেরল সরকার আলাদা ভাবে IRCTC এর সাথে কথা বলেছে। এছাড়াও প্রায় ২০ জন রেল আধিকারিকদের ট্রেনে করে পাঠানো হচ্ছে, করোনা আর লকডাউন নিয়ে নির্দেশিকা পালন করানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও, এই সফরে ট্রেনের ভাড়া নিজেদেরই মেটাতে হবে শ্রমিকদের। অনেকের কাছে টাকা না থাকায়, তাঁরা অন্যদের কাছে ধার নিয়ে বাড়ি ফিরছেন। আর টাকা না থাকায় অনেককেই সমস্যার সন্মুখিন হতে হচ্ছে।

রাজু মণ্ডল নামের এক পরিযায়ী শ্রমিক জানায়, সে নিজের পরিবারের কাছে টিকিটের পয়সা চেয়েছে। সে জানায়, ‘আমার কাছে টিকিট কেনার টাকা ছিল না। আমি বাবাকে ফোন করে টাকা চাই। আমি কাজ করে যাই রোজগার করতাম, সেটা সম্পূর্ণ বাড়িতে পাঠিয়ে দিতাম। আমার পরিবারে আমিই একমাত্র রোজগেরে মানুষ।”

আরেকজন পরিযায়ী শ্রমিক জানায়, সে নিজের স্ত্রীর কাছে পয়সা চেয়েছে বাড়ি ফেরার ট্রেনের টিকিটের জন্য। সে জানায়, আমি এখান থেকে কামিয়ে যা বাড়িতে পাঠাতাম, সেটা থেকে কিছু পয়সা বাঁচিয়ে রেখেছিল আমার স্ত্রী। আর সেখান থেকেই আমাকে টিকিটের দাম পাঠিয়ে দেওয়া হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর