নির্বাচিত প্রতিনিধিদের ৩০ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত কেরলের বাম সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা পরিস্থিতিতে ব্যাতিক্রম কেরল(kerala)। বাম শাসিত এই রাজ্যে ভারতের প্রথম করোনা সংক্রমণ দেখা দিলেও ইতিমধ্যেই করোনাকে প্রায় পরাজিত করে ফেলেছে। কিন্তু করোনাকে পরাজিত করতে পারলেও যে বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তার জন্য এবার কঠিন পদক্ষেপ নিতে হল ‘ঈশ্বরের আপন দেশ’ কে।

images 24 3

খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা বা চিকিৎসা পরিষেবাতে ব্যায় কমানো অসম্ভব জেনে কেরলের বাম সরকার নির্বাচিত প্রতিনিধিদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেছেন, “রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সরকারি বোর্ডের সদস্য, স্থানীয় প্রশাসনের সদস্যদের (কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান প্রমুখ) বেতনের ৩০ শতাংশ কেটে নেওয়া হবে। আগামী একবছর এই নির্দেশিকা বহাল থাকবে।”

পাশাপাশি কেরলের বাম সরকার জানিয়েছে, সরকারি কর্মী ও সরকারের সঙ্গে যুক্ত সংস্থার কর্মীরা রাজ্যের সাহায্যে এগিয়ে এসে বেতনের একাংশ দান করতে ইচ্ছুক। বৃহস্পতিবার ক্যাবিনেটের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজয়ন। জানা যাচ্ছে , আগামী পাঁচমাস কর্মীদের ছয়দিনের বেতন দান করা হবে রাজ্যের অর্থভাণ্ডারে।

ইতিমধ্যেই, সারাদেশ করোনা ভাইরাস মোকাবিলায় কেরল মডেলকে বাহবা দিচ্ছে। কেরলে বর্তমানে করোনা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ।বর্তমানে চিকিৎসাধীন ২২০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা মাত্র ২।

দেখে নিন কি কৌশলে করোনাকে মাত দিলেন বিজয়ন

• অতি দ্রুত নীতি নির্ধারণ এবং সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা।
• আক্রান্তদের গণনা ও সংক্রামিত রোগীদের পূর্ববর্তী গতিবিধি নির্ধারণ করে যারা সংক্রামিত হতে পারে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া
• কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ২৮ দিন নজরবন্দি ও চিকিৎসাধীন রাখা। পাশাপাশি সেখানে সুস্থ ও স্বাভাবিক জীবন্যাপনের সুবিধা প্রদান।
• গুজব আর ভুয়ো তথ্য আটকে সঠিক তথ্য পরিবেশনের জন্য GOKdirect অ্যাপ প্রচলন।
• স্বেচ্ছাসেবক দল তৈরি ও মানুষের কাছে পৌঁছে যাওয়া। করোনা পরীক্ষা করানোর জন্য আঞ্চলিক কিয়ক্স গঠন করা।
• গৃহবন্দী মানুষদের কাজ ও বিনোদনের জন্য ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তি ইন্টারনেট পরিষেবা প্রদান।


সম্পর্কিত খবর