বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ হোক কিংবা অন্যান্য বিরোধী রাজ্য, রাজ্যপালকে নিয়ে আঞ্চলিক ক্ষমতাশালী দলগুলির মধ্যে অস্বস্তি লেগেই থাকে। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মতোই হাল কেরলের! অতীতে কেন্দ্র সরকারের সমর্থনে একাধিক মন্তব্য করতে দেখা যায় কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানকে। সিএএ আইনে নিজের সমর্থন জানিয়ে তিনি বলেন যে, দেশে সিএএ লাগু হলে তা আদতে দেশবাসীর জন্য ভালো হবে। আর এবার দেশে ‘সনাতন ধর্ম’ নীতি পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে মুখ খুললেন কেরলের রাজ্যপাল।
গতকাল আরিফ মোহাম্মদ খান ভারতের প্রাচীন সংস্কৃতি ও ‘সনাতন ধর্ম’ নীতি পুনরুজ্জীবিত করার জন্য সারাদেশে এই বিষয়ক উপযুক্ত শিক্ষা প্রসঙ্গে জোর দেন। গতকাল কেরলের শাহজাহানপুর জেলা অন্তর্গত কালাম শহরে একটি বিদ্যালয়ের উদ্বোধন করতে আসেন রাজ্যপাল। সেখানে দেশের উন্নতির জন্য কয়েকটি প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
রাজ্যপাল বলেন, “আমাদের সবাইকে মিলে দেশের মূল সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সনাতন নীতিগুলি পুনরুজ্জীবিত করার জন্য একমাত্র পথ হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কখনোই তা ফিরিয়ে আনা সম্ভব নয়।”
এছাড়াও তিনি এদিন সনাতন সংস্কৃতি সম্পর্কে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে ধরেন সকলের সামনে। স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থেকে এদিন আরিফ খান বলেন, “আমাদের দেশে সব সময় সত্য এবং অহিংসার বাতাবরণ বজায় থেকেছে। এটি আমাদের সকলেরই মনে রাখা উচিত। জাতি, ধর্ম এবং বর্ণের ভিত্তিতে একে অপরের সঙ্গে শত্রুতা কিংবা কাউকে ছোট করা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে না। আমাদের উচিত সনাতন ধর্মকে পুনরুজ্জীবিত করা।”