বাংলাহান্ট ডেস্কঃ দেশের প্রথম করোনা আক্রান্তের ঘটনা জানা যায় কেরলেই। কিছুদিনের মধ্যেই কেরলে ছড়িয়ে পড়তে শুরু করে করোনা ভাইরাস। সারা ভারতে যখন সেভাবে করোনা আক্রান্তের খবর পাওয়া না গেলেও কেরলে ক্রমশ মহামারির দিকে এগোচ্ছিল এই মারন সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকানোর জন্য সবরকম উপযুক্ত ব্যাবস্থা নেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। যার ফলশ্রুতিতে কেরল এখনো করোনা মুক্ত না হলেও সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে ভারতের অন্যান্য রাজ্যদের তুলনায় এগিয়ে আছে।
কেরলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭০। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলঙ্গানা, উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মত রাজ্যে কেরলের তুলনায় অনেক বেশী আক্রান্তের সংখ্যা । কেরলে বর্তমানে করোনা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে ।বর্তমানে চিকিৎসাধীন ২২০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪০ জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা মাত্র ২।
দেখে নিন কি কৌশলে করোনাকে মাত দিলেন বিজয়ন
• অতি দ্রুত নীতি নির্ধারণ এবং সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা।
• আক্রান্তদের গণনা ও সংক্রামিত রোগীদের পূর্ববর্তী গতিবিধি নির্ধারণ করে যারা সংক্রামিত হতে পারে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া
• কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ২৮ দিন নজরবন্দি ও চিকিৎসাধীন রাখা। পাশাপাশি সেখানে সুস্থ ও স্বাভাবিক জীবন্যাপনের সুবিধা প্রদান।
• গুজব আর ভুয়ো তথ্য আটকে সঠিক তথ্য পরিবেশনের জন্য GOKdirect অ্যাপ প্রচলন।
• স্বেচ্ছাসেবক দল তৈরি ও মানুষের কাছে পৌঁছে যাওয়া। করোনা পরীক্ষা করানোর জন্য আঞ্চলিক কিয়ক্স গঠন করা।
• গৃহবন্দী মানুষদের কাজ ও বিনোদনের জন্য ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তি ইন্টারনেট পরিষেবা প্রদান।