৫০০ টাকার PPE কিট কেনেন ১৫০০ টাকায়! কেরলে ১৬০০ কোটির স্বাস্থ্য দুর্নীতি! অভিযুক্ত শৈলজা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় কোণঠাসা শাসক দল আর এবার সুদূর কেরল (Kerala) থেকে একইভাবে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। বর্তমানে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজা (KK Shailaja)। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ১৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।

কে এই কে কে শৈলজা? বিগত বেশ কয়েক বছর ধরে কেরলের স্বাস্থ্য মন্ত্রী পদে নিযুক্ত ছিলেন তিনি। তবে বর্তমানে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। এক্ষেত্রে অতীতে নিপা ভাইরাস থেকে রাজ্যবাসীকে দিয়েছিলেন স্বস্তি। একই সঙ্গে তাঁর সুদক্ষ প্রশাসনিক দক্ষতার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলাতেও কেরলের নাম উজ্জ্বল করে তোলেন শৈলজা। আমেরিকা থেকে শুরু করে ব্রিটেনে তাঁর এই দক্ষতার প্রশংসা করা হয়। তবে বর্তমানে প্রাক্তন সেই মন্ত্রীর বিরুদ্ধেই বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগ, করোনা মহামারী চলাকালীন স্বাস্থ্যমন্ত্রী পদে নিযুক্ত থাকার সময় PPE কিট এবং অন্যান্য সামগ্রিক ক্রয় করার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন শৈলজা। এক্ষেত্রে ৫০০ টাকার কিট ক্রয় করেন ১৫০০ টাকায় এবং এভাবে মোট ১৬০০ কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন প্রাক্তন এই স্বাস্থ্যমন্ত্রী। স্থানীয় কংগ্রেস নেত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কেরলের Lok Ayukta দ্বারা কে কে শৈলজাকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

কেরল থেকে উঠে আসা দুর্নীতির অভিযোগে তুমুল শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এমনকি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে বলে অভিযোগ। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর আগে নিপা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন কে কে শৈলজা। শুধু তাই নয়, করোনা মহামারী থেকেও রাজ্যবাসীকে রক্ষা করে তাঁর সুদক্ষ প্রশাসনিক দক্ষতা; যার ফলে আন্তর্জাতিক স্তরে কেরলের প্রাক্তন এই মন্ত্রীর বিপুল পরিমাণে প্রশংসা করা হয়। তবে তিনিই যে বর্তমানে দুর্নীতিতে জড়িয়ে পড়বেন, তা কল্পনা করতে পারেননি কেউই।

যদিও এই ঘটনায় ইতিমধ্যেই নিজের সাফাই দিয়েছেন শৈলজা। তিনি বলেন, “PPE কিট শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে চিকিৎসকদের প্রাণ বাঁচানোর স্বার্থে ৫০০ টাকার সামগ্রী ১৫০০ টাকায় ক্রয় করতে হয়েছে। এসব কিছু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারপরেই ক্রয় করি। এর সঙ্গে দুর্নীতির কোন রকম সম্পর্ক নেই। মোট ১৫ হাজার কিট কেনা হয়েছিল এবং পরবর্তীতে বেশ কিছু বাতিলও করা হয়।”

KK Shailaja did not get a place in the new cabinet in kerala

তবে আত্মপক্ষ সমর্থনে কেরলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী দ্বারা একের পর এক বক্তব্য রাখা হলেও ক্ষোভ জন্মেছে মানুষের মাঝে। এমনকি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর জড়িত থাকার সম্ভাবনা উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কেরলে। এখন দেখার, এই মামলায় শেষ পর্যন্ত নয়া কোন তথ্য প্রকাশ্যে আসে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর