গেছিলেন সবজি কিনতে, বাড়ি ফিরলেন ১২ কোটি টাকা জিতে, মাত্র ৩০০ টাকাতেই বদলে গেল ভাগ্য

বাংলাহান্ট ডেস্ক: গেছিলেন রবিবার সাত সকালে বাজারে সবজি আনতে, ফেরার পথে সবজির বদলে ব্যাগে করে নিয়ে ফিরলেন ১২ কোটি টাকা। কোনো সিনেমার দৃশ্য মনে হচ্ছে, তাই তো? আজ্ঞে না, সিনেমা নয়, ঘোর বাস্তবেই ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

কথায় বলে ‘উপরওয়ালা যখন দেন ছপ্পর ফাটিয়েই দেন’, এবার সেই ঘটনারই সাক্ষী থাকল কেরালা। কেরালার  আয়মানমের  কুদয়মপাদির বাসিন্দা সদানন্দন রবিবার সাত সক্কালে বাজারের ব্যাগ হাতে গিয়েছিলেন সবজি কিনতে। ফেরার পথে ৩০০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি। আর তাতেই জ্যাকপট। পেশায় চিত্রশিল্পী সদানন্দন যখন টিকিটটি কেনেন তখন লটারির ড্র হতে আর মাত্র কিছুক্ষণ দেরি। তাই টিকিট কেনার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন ফলাফল। ফলে কার্যতই বাজার থেকে সবজির বদলে ব্যাগ ভরে বাড়ি আসে ১২ কোটি টাকা।

বড়দিন বাম্পার লটারিতেই টিকিটটি কেটেছিলেন তিনি। ৩০০ টাকা দামের এই টিকিটের লটারিতে প্রথম পুরস্কার ছিল ১২ কোটি টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে ৩ কোটি এবং ৬০ লক্ষ টাকা।

এই ভাগ্য পরিবর্তন প্রসঙ্গে সদানন্দন জানিয়েছেন, ‘এর আগেও বহুবার লটারির টিকিট কেটেছি। কখনও অল্প কিছু টাকা জিতলেও এত বড় জয় এই প্রথম। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না পুরো বিষয়টা’। লটারিতে পাওয়া এই বিপুল অর্থের বেশ কিছুটা তিনি শিশুদের সাহায্য এবং উন্নতির খাতেই ব্যবহার করবেন বলেই জানিয়েছেন কেরালার ওই চিত্রশিল্পী।

প্রসঙ্গত উল্লেখ্য, দুদিন আগেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল নাগাল্যান্ড সরকারের লটারিতে ১ কোটি টাকা জিতেছেন এই জল্পনায় শোরগোল পড়ে যায় রাজ্যে। লটারির বিজ্ঞাপনে বিজয়ী হিসেবে অনুব্রত মন্ডলের নাম এবং ছবি প্রকাশিত হওয়ার পরই মূহুর্তে ভাইরাল হয় তা। লটারি পাওয়ার ব্যাপারটি নিয়ে অবশ্য কোনো মন্তব্যই করতে দেখা যায়নি বীরভূমের কেষ্টকে। এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সযত্নে সেটি এড়িয়ে গেছেন তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর