বাংলা হান্ট ডেস্কঃ কেরলের (Kerala) বিদ্যুৎ মন্ত্রী এমএম মণি (MM Mani) করোনায় আক্রান্ত হয়েছে। এমএম মণি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট লিখে এই কথা জানান। করোনায় আক্রান্ত হওয়ার পর মণি তিরুবনন্তপুরমের মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভরতি হয়েছে। কেরলের বিদ্যুৎ মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর বিগত কয়েকদিনে ওনার সংস্পর্শে যারা যারা এসেছিল তাঁদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Kerala Power Minister MM Mani announces on Facebook that he has tested positive for #COVID19 and is admitted at Thiruvananthapuram Medical College Hospital. pic.twitter.com/fISlQCqycj
— ANI (@ANI) October 7, 2020
জানিয়ে দিই, থমাস আইজ্যাক, বিএস সুনীল কুমার আর ইপি জয়রাজনের পর করোনায় আক্রান্ত হওয়া এমএম মণি কেরলের ক্যাবিনেটের চতুর্থ মন্ত্রী। বলে রাখি, কিছুদিন আগে মণিকে মস্তিস্কে রক্তক্ষরণের সমস্যায় ভুগতে হয়েছিল। এরপর ওনার ব্রেন সার্জারিও হয়।
গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৭২ হাজার ৪৯ টি নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মামলা সামনে এসেছে। গোটা দেশে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ৬৭ লক্ষ ৫৭ হাজার ১৩১ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৮৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর ৮২ হাজার ২০৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশে ৫৭ লক্ষের বেশি মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।
আরেকদিকে গত ২৪ ঘণ্টায় কেরলে রেকর্ড করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বাম শাসিত কেরলে ১০ হাজার ৬০৬ টি মামলা সামনে এসেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কেরলে ৬ হাজার ১৬১ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় কেরলে ২২ জনের মৃত্যু হয়েছে। কেরলে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৬০৬।