মেসি এবং আর্জেন্টিনার টানে একা কেরালা থেকে গাড়ি চালিয়ে কাতার পাড়ি ৫ সন্তানের মায়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফুটবলপ্রেমী মানুষরা অনেক আজব আজব কান্ড করেছেন। গোটা বিশ্বজুড়ে এমন একাধিক উদাহরণ রয়েছে। কখনো ম্যাচ চলাকালীন নিজের প্রিয় খেলোয়াড়কে ছুঁয়ে দেখার জন্য অনেকে মাঠে নেমে পড়েন, কখনো নিজের হাতে তৈরি শিল্পকর্ম নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা নিজের প্রিয় দলের যাতায়াত পথে অপেক্ষা করে থাকেন যাতে দলের খেলোয়াড়দের তার হাতের কাজের এবং নিষ্ঠার প্রদর্শন করতে পারেন। বলাই বাহুল্য ভারতেও এমন ফুটবলপ্রেমীর অভাব নেই। কেরালার এমনই এক ফুটবল প্রেমীর গল্প এবার প্রকাশ্যে এলো।

কেরালার এক মহিলা ফুটবল প্রেমী এবং ভ্লগার ‘নাজি নৌসি’ আর্জেন্টিনা এবং মেসির ভক্ত। ৩৪ বছর বয়সী এই মহিলা ফুটবলপ্রেমী সম্প্রতি নিজের মাহিন্দ্রা থার এসইউভি-তে চেপে পাড়ি দিয়েছেন কাতারের উদ্দেশ্যে। উদ্দেশ্যও আগামী মাসে বিশ্বকাপ ফুটবলে নিজের প্রিয় দলের খেলা দেখা। তার এই একক যাত্রাটি শুরু হয়েছে কানপুর থেকে এবং সেই রাজ্যের পরিবহনমন্ত্রী অ্যান্টনি রাজু যাত্রা শুরুর প্রাক্কালে তাকে অভিনন্দন জানিয়েছেন।

যাত্রা শুরু করার আগে একটি সাক্ষাৎকারে নাজি জানিয়েছেন, “আমার পরিবারের ভরসা ছাড়া আমার এই খামখেয়ালি কাজ গুলো আমি করতে পারতাম না। আমার স্বামী নওশাদ সব সময় আমার এই পাগলামিগুলোকে প্রশ্রয় দিয়ে থাকেন। আরে যখন আমি বাইরে বাইরে ঘুরতে থাকি তখন আমার নিজের মা আমার পাঁচ সন্তানের যত্ন নেন। এদের জন্যই এমন যখন খুশি বেরিয়ে পড়তে পারি আমি।”

তার এই শখের গোড়ার দিকের কথা আলোচনা করতে গিয়ে নিজের স্কুল জীবনে ফিরে গিয়েছেন নাজি। তখন কোনদিনও এমন ঘোরাঘুরির সুযোগ পাননি যা তাকে ভবিষ্যতে এমন যাত্রায় বেরিয়ে পড়তে পারো মরিয়া করে তুলেছিল। তিনি মনে করেন মানুষের অতীত যাই হোক না কেন ভবিষ্যৎ তো সবসময় নিজের হাতেই থাকে এবং নিজেকে নতুন মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ মানুষের নেওয়া উচিত।

নাজি প্রথমে কেরালা থেকে মুম্বাইয়ে যাবেন গাড়িতে চেপে যাকে তিনি ভালবেসে নাম দিয়েছে ‘উল্লু’। তারপরও ওমানগামী জাহাজে চড়বে তার গাড়ি। সেখান থেকে ফিরে গাড়ি চেপে সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিন, কুয়েত, সৌদি আরব হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কাতারে পৌঁছাবে। নিজের গাড়িতে একটি ব্যানার লাগিয়ে নিয়েছেন নাজি যার মধ্যে লেখা রয়েছে, “নাজি নৌসি, সোলো মম ট্রাভেলার।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর