রাম লিখতে গিয়ে কিনা ‘র্যাম’! বাঙালির মন জিততে গিয়ে কেলোর কীর্তি করে বসলেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: ‘রাম সেতু’ ছবির প্রচারে ব‍্যস্ত অক্ষয় কুমার (Akshay Kumar)। একটানা ফ্লপের পর এই ছবিটি হিট করাতে বদ্ধপরিকর তিনি। প্রচারে কোনো খামতি রাখছেন না অক্ষয়। সব ভাষাভাষীর দর্শকদেরই মন জয় করার চেষ্টায় রয়েছেন তিনি। কিন্তু সবকিছু নিখুঁত করতে গিয়েই কেলেঙ্কারি করে বসলেন অক্ষয়।

বাংলায় ‘রাম’ লিখতে গিয়ে ‘র্যাম’ লেখা হয়েছে অক্ষয়ের আসন্ন ছবির গানের ভিডিওতে। সমস‍্যাটা হয়েছে ‘রাম সেতু’র টাইটেল ট্র‍্যাক ‘জয় শ্রীরাম’ নিয়ে। অতি সম্প্রতি গানের মিউজিক ভিডিও প্রকাশ‍্যে এসেছে। আর সেখানেই একটি বড়সড় ভুল নজরে এসেছে দর্শকদের।

Akshay kumar 2
আসলে গানে একটি জায়গায় বিভিন্ন ভারতীয় ভাষায় ‘রাম’ নাম লেখা হয়েছে ভিডিওতে। স্বাভাবিক ভাবেই ছিল বাংলা ভাষাও। কিন্তু বাংলায় লেখাটা দেখে বিষম খাওয়ার জোগাড় বাঙালিদের। ‘রাম’ লিখতে গিয়ে ‘র্যাম’ লিখে বসে রয়েছেন ছবি নির্মাতারা। আর তা নিয়েই শুরু হয়েছে ট্রোল।

Ram setu
বাঙালিরা ক্ষোভ উগরে দিচ্ছে অক্ষয়ের বিরুদ্ধে। কেউ লিখেছেন, যেটা জানেন না সেটা ভুল লেখার থেকে না লেখাই ভাল। কারোর মতে, এতে বাংলা ভাষা এবং বাঙালিদের অসম্মান করেছেন অক্ষয়। দুদিন আগে প্রকাশ‍্যে এসেছে গানটি। অথচ এখনো পর্যন্ত শোধরানো হয়নি ভুলটা। এত বড় বাজেটে এত দক্ষ লোকজন নিয়ে সিনেমা তৈরি করছেন, অথচ একটা ভুল শোধরানো নিয়ে এত উদাসীনতা কেন?

সম্প্রতি এক প্রচার অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ গানটি গেয়েছেন অক্ষয় নিজেও। গান গাওয়ার জন‍্য মঞ্চে ওঠার আগে জুতো খুলে রেখে প্রশংসা কুড়িয়েছিলেন অক্ষয়। কিন্তু এই একটা বড় ভুল রাম সেতুর নিখুঁত প্রচারে খুঁত হয়ে রয়ে গেল।

প্রসঙ্গত, ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, যিনি আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠেন। শেষমেষ রাম সেতুকে অক্ষয় ও তাঁর দলবল বাঁচাতে পারবে কিনা তা জানা যাবে আগামী ২৫ অক্টোবর। ওইদিনই হলে মুক্তি পাবে রাম সেতু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর