বাংলা হান্ট ডেস্ক: কেরালা হাই কোর্টের বিচারপতির মন্তব্যকে ঘিরে চলছে বিতর্ক। কেরালা হাই কোর্টের বিচারপতি ভি চিতাম্বরেশ আমন্ত্রিত ছিলেন কোচিতে আয়োজিত তামিল ব্রাহ্মণ গ্লোবাল মিট-এ। সেই সমাবেশে ভাষণ দিতে গিয়ে সংরক্ষণের প্রসঙ্গ তোলেন তিনি। বিচারপতি ভি চিতাম্বরেশ মন্তব্য করেন ‘ব্রাহ্মণরা দ্বিজ, সব রকম উচ্চ মানের গুণ রয়েছে ব্রাহ্মণদের মধ্যে। কিন্তু এর মানে এটা নয় যে তাঁরা নিজেদের সংরক্ষণ সম্পর্কিত মত প্রকাশ করতে পারবেন না।
এই ভাষণের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বিচারপতি কে অর্থনৈতিক মানদণ্ড সংরক্ষণের কোনও আইন না থাকায়, যথেষ্ট চিন্তার বহিঃপ্রকাশ করতে শোনা গেছে। সভায় উপস্থিত ব্রাহ্মণ সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সাংবিধানিক পদে রয়েছি, তাই আমার কিছু বলা উচিত নয় এই বিষয়ে। আমি নিজের বক্তব্যও রাখছি না। শুধু একটাই কথা আপনাদের স্মরণে আবার ফিরিয়ে দিতে চাই। আপনারা চাইলে নিজেদের মত ও অসন্তোষ প্রকাশ করতে পারেন। এই মুহূর্তে শুধু ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের জন্যে। কিন্তু এই সুবিধা কোন ব্রাহ্মণ রাধুনীর ছেলে ভোগ করতে পারবে না। অথচ এই সংরক্ষণের সব সুযোগ সুবিধে ভোগ করবে পিছিয়ে পড়া শ্রেণীর তকমা থাকা কোনও ব্যবসায়ীর ছেলে। ’ ভাষণের শেষে তিনি সকলকে এই অচলাবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলতে বলেন।