তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন সব শেষ, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গায়ক কেশব দের বাড়ি-গানের স্টুডিও!

বাংলাহান্ট ডেস্ক: বাংলা গানের জগতে বেশ পরিচিত নাম কেশব দে (Keshab Dey)। নিজের গানের পাশাপাশি কিছু বিতর্কের জন‍্যও মাঝে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। তবে এবারে তাঁর চর্চায় উঠে আপার কারণটা সম্পূর্ণ আলাদা এবং অত‍্যন্ত মর্মান্তিক। আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে কেশবের বাড়ি ও স্টুডিও। ভস্মীভূত অবস্থার ছবি শেয়ার করেছেন গায়ক।

আগুন লেগে পুড়ে ছাই কেশব দের বাড়ি ও স্টুডিও ‘মিউজিক প্ল‍্যানেট’। বাড়িতেই নিজের গান রেকর্ডিংয়ের সুবিধার জন‍্য একটি স্টুডিও বানিয়েছিলেন তিনি। সর্বগ্রাসী আগুন থেকে রেহাই পায়নি সেটাও। সমস্ত কিছু চোখের সামনে পুড়ে যেতে দেখে ভেঙে পড়েছেন কেশব।

1645769281800
সোশ‍্যাল মিডিয়ায় তিনিই প্রথমে লিখেছিলেন, ‘বপ্ন গুলো পুড়তে দেখলাম। শেষ হয়ে গেল সবটুকু। তবে আমরা সুস্থ আছি।’ এরপরেই আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া বাড়ি ও স্টুডিওর কয়েকটি ছবি শেয়ার করেন কেশব। অনেকেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তাদের উদ্দেশ‍্য করেই পোস্ট করেছেন কেশব।

16457692818091645769281815
তিনি লিখেছেন, ‘যারা জানতে চেয়েছিলেন কি হয়েছে আমার সাথে। তিল তিল করে তৈরী করা স্বপ্নের রাজত্বের অবসান হলো। আজ আমি একা পরিচয় বিহীন কেশব। জন্ম পরিচয় থেকে শুরু করে গত কালকে পর্যন্ত তৈরী করা সবটুকুর অবসান ঘটল। ভালো থাকবেন সবাই।’

1645769281822
এরপর আরো একটি ভিডিও শেয়ার করেছেন কেশব। কিছুদিন আগেই যে স্টুডিওতে বসে গানের আড্ডা দিয়েছেন সেই স্টুডিওই আজ পুড়ে ছাই। ভিডিওটি শেয়ার করে মন খারাপ করা বার্তা দিয়েছেন কেশব। ‘আর তো ফিরে পাবো না, রোজ ঘুমের শেষেও কখনো আর রাত জাগা হবেনা। স্বপ্নের মন্দির পুঁড়ে ছাই। নিজের হাতে করে গড়ে তোলা প্রত্যেকটা ইমোশন আগুনে পুড়ে শেষ হতে দেখলাম। হয়তো গড়তে পারবো আবার কখনো, কিন্তু ইমোশান গুলো ফিরবে Studio Music Planetanet এখন আর সংগীতের মন্দির নেই পুড়ে শেষ সব’, বিধ্বস্ত কেশব।

1645769281828
কিন্তু এমন বিধ্বংসী আগুন কীভাবে লাগল তা এখনো স্পষ্ট নয়। কেউ ইচ্ছাকৃত আগুন লাগিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে লেগেছে তা জানা যায়নি। তবে কেশবের এই ঘোর দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁকে শক্ত থাকতে বলে কমেন্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ ভৌমিকরা। শূন‍্য থেকে আবার শুরু করুন কেশব, এটাই প্রার্থনা অনুরাগীদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর