ভারতকে হোয়াইট ওয়াশ করে ‘জয় শ্রী রাম” স্লোগান কেশব মহারাজের, ভাইরাল হল পোস্ট

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-র মাটিতে বিশ্ৰী ভাবে সিরিজ হেরেছে ভারত। ৩-০ ফলে হোয়াইটওয়াশ হয়েছে ভারতে। শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে ভারতীয় মিডল অর্ডার। রিশভ পন্থ, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার-রা ধারাবাহিকতার ধারে কাছ নিয়ে যাননি। ফলে দক্ষিণ আফ্রিকার কাজটা সহজ হয়ে গিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার স্পিনার-দের একেবারেই সামলাতে ব্যর্থ হয়েছে ভারতীয় মিডল অর্ডার। রিশভ পন্থ একবার ৮৫ রান করলেও বাকিরা সম্পূর্ন ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার প্রত্যেকেই দুর্দান্ত বোলিং করেছেন এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কেশব মহারাজ।

কেশব মহারাজের এই তিন ম্যাচে উইকেট সংখ্যা ৩। উইকেটের দিক দিয়ে দেখতে গেলে খুব দুরন্ত মনে না হলেও। প্রতি ম্যাচে বড় বড় উইকেট তুলেছেন তিনি। প্রথম ম্যাচে শিখর ধাওয়ান এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনি বিরাট কোহলির উইকেট তুলেছেন। সেই সঙ্গে তার ইকোনমি রেটও ছিল অনেক কম। কিন্তু সিরিজ জয়ের পর তার সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

View this post on Instagram

 

A post shared by Keshav Maharaj (@keshavmaharaj16)

আপনারা দেখতেই পাচ্ছেন তিনি লিখেছেন তিনি নিজের দলকে নিয়ে গর্বিত। সেই সঙ্গে পোস্টের শেষে “জয় শ্রী রাম” কথাটি দেখে টনক নড়েছে। অনেক নেটিজেনই ইয়ার্কির ছলে জিজ্ঞাসা করেছেন তবে কি কেশব মহারাজ বিজেপি জয়েন করছেন।

X